প্রায় ২৬ হাজার এসএসসি চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্ট মঙ্গলবার আরও তিন সপ্তাহ সময় দিল। কোর্ট জানায়, এই মামলায় জড়িত পাঁচ পক্ষের বক্তব্য শোনার পরেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে। রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাঁদের চাকরি নিয়ে মামলা হয়েছে তাঁদের দু’ সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে অগস্টের প্রথম সপ্তাহে।
সুপ্রিম কোর্ট জানায়, চাকরি বাতিলের মামলায় পাঁচ পক্ষের বক্তব্য শোনা হবে। এই পাঁচ পক্ষ হল— ১) রাজ্য ২) এসএসসি ৩) মূল মামলাকারী ৪) চাকরিহারা এবং ৫) সিবিআই। এছাড়া, অন্য কোনও পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে, তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে পাঁচ পাতার মধ্যেই।
সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, দুই সপ্তাহের মধ্যে রাজ্য ও এসএসসি-সহ সমস্ত পক্ষকে হলফনামা জমা দিতে হবে। এরপর কোনও হলফনামা গ্রহণ করা হবে না। রাজ্যের ‘নোডাল অ্যাডভোকেট’ হিসেবে আইনজীবী আস্থা শর্মাকে নিয়োগ করল সুপ্রিম কোর্ট। অন্যান্য পক্ষেরও ‘অ্যাডভোকেট’ নিয়োগ করা হবে, এবং সেই ‘নোডাল অ্যাডভোকেট’-এর কাছে নির্দিষ্ট বক্তব্য জানাতে হবে।
এসএসসি জানায়, তারাও হলফনামা জমা দিতে চায় এবং সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদন জানায়। রাজ্যের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য জানায়, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিতে তারা প্রস্তুত।