Homeখবররাজ্যএসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের...

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

প্রকাশিত

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে যে সব আবেদন দায়ের হয়েছিল, বুধবার সব আবেদন খারিজ করে দিল দুই বিচারপতির বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এসএসসির বিজ্ঞপ্তিতে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। এর ফলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আর কোনো আইনি বাধা রইল না।

রাজ্যের হয়ে মামলায় সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলাকারীদের হয়ে ছিলেন অনিন্দ্য মিত্র ও বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুনানির সময় এজি যুক্তি দেন, ২০১৯ সালে প্রণীত নিয়োগবিধির ভিত্তিতে এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপ্রিম কোর্ট ২০১৬ সালের প্রক্রিয়া মেনেই নিয়োগ করতে বলেছে, এমন কোনও নির্দেশ দেয়নি।

আদালত জানায়, নিয়োগকারী সংস্থার অধিকার আছে কোন যোগ্যতামান মানা হবে, সেটি নির্ধারণ করার। কমিশনের নতুন নিয়োগবিধিতে পরীক্ষার নম্বর বিভাজন, শিক্ষকতার অভিজ্ঞতা, ইন্টারভিউ, এবং বয়সসীমা নির্ধারণের বিষয়টি তাই এসএসসির এক্তিয়ারে পড়ে।

রায় ঘোষণার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা রাজ্যের বড় জয়। আদালত রাজ্যের যুক্তিকে মান্যতা দিয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, “হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট কোথাও বলেনি ২০১৬ সালের নিয়মেই চলতে হবে। তাহলে সেই যুক্তিতে নিয়োগ বন্ধ রাখা কি যুক্তিযুক্ত ছিল?”

অন্যদিকে, মামলাকারীরা অভিযোগ করেন, নতুন বিধিতে একতরফা পরিবর্তন করা হয়েছে, যা ২০১৬ সালের চাকরিহারাদের প্রতি অবিচার। সুপ্রিম কোর্টের নির্দেশের ব্যাখ্যার দিকেই ইচ্ছাকৃতভাবে পরিবর্তন আনা হয়েছে বলে দাবি তাঁদের।

প্রসঙ্গত, ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর। সেই নির্দেশের ভিত্তিতেই ২০২৫ সালের নতুন নিয়োগবিধি অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি। নতুন নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের, শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ নম্বর, ইন্টারভিউ ও অভিজ্ঞতার জন্যও বরাদ্দ থাকবে নম্বর।

বুধবার আদালতের রায়ে সেই পুরো নিয়োগ কাঠামোই এখন আইনি বৈধতা পেল।

আরও পড়ুন: বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।