Homeখবররাজ্যপুজোর মুখে সুখবর! উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রস্তুতি এসএসসি-র

পুজোর মুখে সুখবর! উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রস্তুতি এসএসসি-র

প্রকাশিত

কলকাতা: দুর্গাপুজোর আবহে চাকরিপ্রার্থীদের জন্য মন ভালো করা খবর! উচ্চ প্রাথমিকে প্রায় ১৪ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ মিলল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশের কয়েক ঘণ্টা পরই নিয়োগের প্রস্তুতি শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

এসএসসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠায় আটকে ছিল উচ্চ প্রাথমিকের প্রায় ৯ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া। তাঁদের নাম প্রকাশিত হয়েছিল ২০১৬ সালের প্যানেলে। কিন্তু তারপর কাউন্সেলিং হয়নি। এ ব্যাপারে এসএসসির পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল।

হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন ১৪ হাজার শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দিতে পারবে। তবে আদালতের নির্দেশ ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না বলে বিচারপতিরা জানিয়ে দিয়েছেন।

সন্ধ্যায় এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘বড় জট কাটল। আদালতের নির্দেশে স্বস্তি পেল এসএসসি। আমরা দ্রুত বিজ্ঞপ্তি জারি করব। আজ (মঙ্গলবার) থেকে সরকারি হিসাবে ছুটি পড়ে যাচ্ছে এসএসসিতে। তবে আদালতের এই নির্দেশের জন্য কালও (বুধবারও) কাজ হবে। পুজোর পরে ৩০ অক্টোবর কাউন্সেলিংয়ের কললেটার আপলোড করবে এসএসসি। যাঁরা প্যানেলে রয়েছেন, তাঁদের প্রত্যেককে সেই কললেটার ডাউনলোড করে নিয়ে কাউন্সেলিংয়ে যোগ দিতে হবে।’’

বলে রাখা ভালো, মেধাতালিকায় থাকা প্রায় ১৪ হাজার চাকরিপ্রার্থীর মধ্যে প্যানেলভুক্ত আছেন ৯ হাজার, বাকি ৪ হাজার জন আছেন ওয়েটিং লিস্টে। ফলে ২০১৬ সালের প্যানেল থেকে ৯ হাজার জনকে প্রথমে ডাকা হবে। তার পর নেওয়া হবে ওয়েটিং লিস্ট থেকে। এসএসসি সূত্রে খবর, ৬ নভেম্বর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য তৈরি প্যানেলে অস্বচ্ছতা রয়েছে বলে জানিয়ে ২০২০ সালে কলকাতা হাইকোর্টে মামলা হয়। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ওই বছরের ১১ ডিসেম্বর নিয়োগে স্থগিতাদেশ জারি করে দেন। পরে মামলাটি যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। তিনি অভিযুক্তদের বক্তব্য শোনার নির্দেশ দেন এসএসসি-কে। তবে স্কুল সার্ভিস কমিশন বিচারপতির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। সেই মামলায় এসএসসি-কে প্যানেল তৈরির একটি গাইডলাইন ঠিক করে দেওয়া হয়।

আরও পড়ুন: ঘুষের অভিযোগ! বিজেপি সাংসদ, সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মামলা ঠুকলেন মহুয়া মৈত্র

সাম্প্রতিকতম

আন্তর্জাতিক মাস্টার্স লিগে অধিনায়ক সচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গকারা

প্রথম বারের মতো আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক মাস্টার্স লিগ (IML)। এই প্রতিযোগিতায় অংশ নিতে...

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের তালিকায় নাম দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষেরও

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। সিবিআইয়ের হাতে এসেছে একটি তালিকা, যেখানে নাম রয়েছে...

ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ আরোপের ফলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, কী ভাবে

এখন থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক অংশীদারদের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি এই...

সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যুদের হামলার শিকার দুই মৎস্যজীবী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যুদের হামলার শিকার হলেন দুই...

আরও পড়ুন

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের তালিকায় নাম দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষেরও

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। সিবিআইয়ের হাতে এসেছে একটি তালিকা, যেখানে নাম রয়েছে...

নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনার জের, কর্মরত মহিলাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ হাইকোর্টের

নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ক'দিন আগেই চাঞ্চল্য ছড়ায়। এর পর কর্মরত মহিলাদের...

জাতীয় সড়ক সম্প্রসারণে বাধা কাটাতে কড়া নির্দেশ হাইকোর্টের

রাজ্যের জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে আর বাধা সহ্য করা হবে না। স্থানীয় জবরদখলকারীদের বিরুদ্ধে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে