Homeখবররাজ্যএ বার কলকাতার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা গায়েব! তদন্তে সিট গঠন...

এ বার কলকাতার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা গায়েব! তদন্তে সিট গঠন করল লালবাজার

প্রকাশিত

কলকাতা: একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে ট্যাব কেনার টাকা নিয়ে ব্যাপক জালিয়াতি! পড়ুয়া পিছু বরাদ্দ ১০ হাজার টাকা অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি। বিভিন্ন জেলা থেকে এই টাকা গায়েব হওয়ার খবর উঠে আসার পর এ বার কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই অভিযোগ প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই শুধু কলকাতার বিভিন্ন থানাতেই ১০০ জনের বেশি পড়ুয়ার টাকা গায়েব হওয়ার অভিযোগ জমা পড়েছে। এইসব অভিযোগের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ।

পূর্ব বর্ধমান জেলা থেকে প্রথম এই টাকা গায়েব হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ, ট্যাবের জন্য বরাদ্দ টাকা বহু পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এবং অনেক ক্ষেত্রেই অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে। এরপর ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে একের পর এক এমন অভিযোগ আসতে থাকে।

কলকাতার বিভিন্ন থানায় যেমন যাদবপুর, কসবা, বেনিয়াপুকুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, সরশুনা, জোড়াসাঁকো, গল্ফগ্রিন এবং ভবানীপুরে পড়ুয়াদের অভিযোগ জমা পড়েছে। যাদবপুরের একটি স্কুলে ১২ জন এবং ঠাকুরপুকুরের আরেকটি স্কুলের ৩১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা না পৌঁছানোর অভিযোগ পাওয়া গেছে। কসবায় ১০ জন, জোড়াসাঁকোয় ৪০ জন এবং বেনিয়াপুকুরে পাঁচ জন পড়ুয়ার টাকা না আসার বিষয়টি পুলিশের নজরে এসেছে।

রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করেছে এবং কিছু গ্রেফতারিও হয়েছে। সরশুনার পড়ুয়াদের টাকা গায়েবের ঘটনায় উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দুই অভিযুক্ত কৃষ্ণপদ বর্মণ এবং সরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এই দুই অভিযুক্তের সাইবার ক্যাফের সঙ্গে যোগ রয়েছে, যেখানে থেকে এই ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এবার কলকাতা পুলিশও সিট গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা খতিয়ে দেখবে, কলকাতার স্কুলগুলির পড়ুয়াদের টাকা কোথায় যাচ্ছে এবং এই চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে।

আরও পড়ুন: এ বার সাগরের ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।