কলকাতা: আগামী কয়েক দিন তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। একই সঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরেই। আপাতত আগামী ৪-৫ দিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। মঙ্গলবার দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত আলিপুরের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি, দমদমে ৩৮.৮, সল্টলেকে ৩৮.২ ডিগ্রি। যদিও এটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা নয়। আগামী ২-৩ দিনের মধ্যে উপকূল সংলগ্ন জেলা, পশ্চিমের জেলা এমনকী কলকাতাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়াও শুষ্ক থাকবে। প্রায় ৪০ ডিগ্রি পৌঁছাতে পারে তাপমাত্রার পারদ। বিশেষত বাঁকুড়া , পুরুলিয়া , পশ্চিম বর্ধমান জেলাগুলির তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ বইতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
নতুন করে বলার নয়, প্রতিবছরই চৈত্র থেকেই কাঠফাটা রোদে প্রাণ ওষ্ঠাগত হয় ভারতের বিভিন্ন এলাকায়। এই বছরে আরও বাড়বে গরম। সেই পূর্বাভাস আগেভাগেই দিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। দেশের একটি বড় অংশে মার্চ থেকেই তাপপ্রবাহের ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলায় সেই তাপের প্রভাবও পড়ছে।
আবহাওয়া দফতরের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এই গরমের যে ইনিংস চলছে, তা আরও লম্বা হবে। আরও শুষ্ক হবে রাজ্যের আবহাওয়া। ফলে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে রাজ্য জুড়ে। আগামী শনি এবং রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: ৩০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরবে বিজেপি, ২৪-এর ভোটে বড়োসড়ো জয় দেখছেন অমিত শাহ