Homeখবররাজ্যরোদ ঝলমলে আকাশ! বর্ষার বিদায়বেলায় এখনই পিছু ছাড়ছে না বৃষ্টির আশঙ্কা

রোদ ঝলমলে আকাশ! বর্ষার বিদায়বেলায় এখনই পিছু ছাড়ছে না বৃষ্টির আশঙ্কা

প্রকাশিত

কলকাতা: শনিবার সকাল থেকেই মুখ তুলে তাকানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রোদ ঝলমলে আকাশ। গত কয়েক দিন ধরেই রাজ্য জুড়ে হয় মেঘলা আকাশ, নয়তো বৃষ্টি। তবে আগামী তিন-চার দিন বাংলায় ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু বর্ষার বিদায়বেলায় এখনই পিছু ছাড়ছে না বৃষ্টির আশঙ্কা।

এক নাগাড়ে কয়েক দিনের বৃষ্টিভেজা আবহাওয়ায় বদল আসতে শুরু করেছিল গতকাল (শুক্রবার)। বৃষ্টি কমে আবহাওয়ার কিছুটা উন্নতি শুরু হয় দক্ষিণবঙ্গে। বেলা বাড়লে সূর্যেরও দেখা মিলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাসও ছিল এমনটাই। নিম্নচাপ ধীরগতিতে বাংলাদেশের দিকে সরতেই বাংলায় আবহাওয়ার এই উন্নতি।

যদিও এই সুখবরের মাঝেই সামান্য হলেও সংশয় রেখে দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, বৃষ্টি এখনও কাটেনি। বৃষ্টির দাপট কমে গিয়েছে মাত্র। চলতি বর্ষার মরশুমের এটাই বর্ষার শেষ সক্রিয়তা ছিল। এ বার বৃষ্টি পড়লেও আর দুর্যোগের আশংকা নেই পশ্চিমবঙ্গে। কিন্তু উত্তুরে হাওয়া যত পূর্ব ভারতের বায়ুমণ্ডলে প্রবেশের চেষ্টা করবে, তার সঙ্গে মৌসুমি বায়ুর সংঘর্ষ হবে। এই সংঘর্ষের ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

সবমিলিয়ে খুব বেশি হলে সাত দিন কোথায় কখন ঝড়বৃষ্টি হবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। এ ব্যাপারে স্বস্তির খবর শোনাচ্ছেন আবহাওয়াবিদরা। কোথাও ঝড়বৃষ্টি হলেও এর স্থায়িত্ব বড়োজোর আধঘণ্টা। তার পর মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ থেকে ক্রমশ পাততাড়ি গোটাবে।

পাশাপাশি, বৃষ্টি কমার সঙ্গেই বেড়েছে তাপমাত্রা। আগামী দু-তিনদিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

হাওয়া অফিসের অনুমান, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে।

আরও পড়ুন: এশিয়ান গেমস ২০২৩: ভারতের ঝুলিতে হকিতে সোনা-সহ আরও ৯টি পদক  

সাম্প্রতিকতম

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...