Home খবর রাজ্য সুপ্রিম কোর্টে খারিজ ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সব রিভিউ পিটিশন, পর্যবেক্ষণে...

সুপ্রিম কোর্টে খারিজ ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সব রিভিউ পিটিশন, পর্যবেক্ষণে কী বলল শীর্ষ আদালত?

SC on Job Scam

এসএসসি নিয়োগ দুর্নীতিতে বাতিল হওয়া ২৬ হাজার চাকরি নিয়ে দাখিল হওয়া সমস্ত পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। খারিজ হয়ে গেল রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং চাকরিহারাদের একাংশের রিভিউ পিটিশনও। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিল, এ বিষয়ে আর শুনানির প্রয়োজন নেই।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর শিট পাওয়া যাচ্ছে না। সিবিআই তদন্ত এবং বাগ কমিটির রিপোর্টে স্পষ্টভাবে দুর্নীতির প্রমাণ মিলেছে। তাই পুনর্বিবেচনার কোনও অবকাশ নেই।

এর আগে গত ৩ এপ্রিল এসএসসির ২৬ হাজার (আসলে ২৫,৭৩৫) নিয়োগ বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। তখনই বলা হয়েছিল, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণ সম্ভব নয়, কারণ সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তাই পুরো প্যানেল বাতিল ঘোষণা করা হয়েছিল। আদালত জানিয়েছিল, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি এবং অযোগ্য বা দাগি প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে।

এর প্রায় এক মাস পর রাজ্য সরকার, এসএসসি এবং চাকরিহারাদের একাংশ পুনর্বিবেচনার আবেদন করে। যুক্তি দেওয়া হয়েছিল, এত চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে। বহু স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে যাবে। এমনকি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনায় বড়সড় প্রভাব পড়বে।

সেই আবেদনের ভিত্তিতে গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকেদের শর্তসাপেক্ষে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে অনুমতি দিয়েছিল। একইসঙ্গে রাজ্যকে ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছিল। রাজ্য সেই বিজ্ঞপ্তি জারি করলেও, রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল।

এ দিন সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হয়ে গেল, নিয়োগ দুর্নীতি মামলায় আর কোনও রিভিউ পিটিশন টিকল না। নতুন নিয়োগ প্রক্রিয়াই হবে একমাত্র পথ।

আরও পড়ুন: সারদার প্রথম তিন মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, এখনও বিচারাধীন ২০০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version