নয়াদিল্লি: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে সিবিআইকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এসএসসি-দুর্নীতি মামলাগুলি হাইকোর্টে ফেরত পাঠিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশ, দু’মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে। পাশাপাশি, আগামী ছ’মাসের মধ্যে শুনানি শেষ করে কলকাতা হাইকোর্টকে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে ছিল নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। সব মামলা এ দিন হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাইকোর্টের তরফেও নিয়োগ-দুর্নীতির তদন্ত শেষ করার সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষক নিয়োগ মামলার তদন্তে এ বার সুপ্রিম কোর্টের ডেডলাইন।
দু’মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে। বিশেষ ডিভিশন বেঞ্চেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন চাকরির সুপারিশ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশেষ ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্ট যাতে আগামী ছ’মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সব মামলার নিষ্পত্তি করে, সেই নির্দেশও দেওয়া হয়েছে।
মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি-কে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে আদালতে। চাকরি প্রার্থীরাও প্রশ্ন তুলেছেন, আর কতদিন পথে বসে আন্দোলন করতে হবে? এ বার সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।
আরও ফড়উৎ: সংসদের শীতকালীন অধিবেশন শুরু ৪ ডিসেম্বর, উঠবে মহুয়া প্রসঙ্গও