Homeখবরকলকাতাআরজি কর হাসপাতালের চিকিৎসকের রহস্যমৃত্যুতে নৃশংস হত্যার দাবি, উঠছে ধর্ষণের অভিযোগ

আরজি কর হাসপাতালের চিকিৎসকের রহস্যমৃত্যুতে নৃশংস হত্যার দাবি, উঠছে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত

আরজি কর হাসপাতালের এক তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ। ঘটনায় ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ দাবি করেছেন, তরুণীকে ‘নৃশংস ভাবে’ খুন করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, ‘‘নৃশংস তো বলবই। একটা ২২ বছরের মেয়ে। তাঁকে আঘাত করা হয়েছে। খুন করেছে এতে সন্দেহ নেই।’’ তবে তিনি এ-ও জানিয়েছেন, ময়নাতদন্ত এবং ভিসেরা পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই আসল সত্য সামনে আসবে। চিকিৎসকের মা জানিয়েছেন, ‘অর্ধনগ্ন’ অবস্থায় পাওয়া গেছে তাঁর মেয়ের দেহ, এবং ধর্ষণের অভিযোগও উঠেছে। যদিও পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

মৃত মহিলা চিকিৎসকের বাবা-মার সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।

এই ঘটনার তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন, যার নেতৃত্বে থাকবেন ডিন। কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে স্বাস্থ্য দফতরে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তবে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। রাজ্য মহিলা কমিশনও স্বতঃপ্রবৃত্ত হয়ে মামলা করেছে এবং ঘটনার তদন্ত করছে।

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বাম সংগঠন এআইডিএসও-এর কর্মীরাও ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এদিকে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্র্যাটিক রাইটস (এপিডিআর) রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। তদন্তে নেমেছে বিভিন্ন সংস্থা, তবে এখনও রহস্য থেকে গিয়েছে তরুণী চিকিৎসকের মৃত্যুর কারণ।

সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

আরজিকরে চিকিৎসক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন শুভেন্দু আধিকারী। তিনি বলেন, ‘আরজিকর মেডিক্যাল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে, শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইনশৃঙ্খলা তো শেষ হয়ে গিয়েছিল, এটা লাস্ট.., আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি, মাঠে নামুন। প্রয়োজনে পতাকা ছাড়া নামুন। পুরো রাজ্যের মানুষ আপনার সঙ্গে আছে।’

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।