Homeখবররাজ্যস্বাস্থ্যসাথীতে কত বেড রয়েছে, ডিসপ্লে বোর্ডে জানাতে হবে বেসরকারি হাসপাতালকে, বাধ্যতামূলক করছে...

স্বাস্থ্যসাথীতে কত বেড রয়েছে, ডিসপ্লে বোর্ডে জানাতে হবে বেসরকারি হাসপাতালকে, বাধ্যতামূলক করছে রাজ্য সরকার

প্রকাশিত

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বে বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা মেলে না। এই অভিযোগ বহুদিনের। এবার সেই অভিযোগ দূর করতে এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসাথী পরিষেবা আরও সহজলভ্য করতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। নতুন নির্দেশ অনুসারে, প্রতিটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ডিসপ্লে বোর্ড বসাতে হবে, যেখানে প্রতিনিয়ত আপডেট করা হবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য প্রাপ্য বেডের সংখ্যা।

রাজ্য সরকারের সাম্প্রতিক পর্যালোচনায় উঠে এসেছে, অনেক সময় রোগীরা স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বেসরকারি হাসপাতাল থেকে পরিষেবা পান না। নানা যুক্তি দেখিয়ে কার্ড গ্রহণে অস্বীকৃতি জানানো হয়, যার ফলে রোগীর পরিজনেরা বিপাকে পড়েন। ফলে অনেককে বড় অঙ্কের অর্থ খরচ করেও বাধ্য হয়ে চিকিৎসা করাতে হয়। এবার থেকে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে রোগীর পরিজনেরা সহজেই জানতে পারবেন, হাসপাতালে কতগুলি বেড খালি এবং কার্ডের আওতায় কী কী পরিষেবা পাওয়া যাবে।

সূত্রের খবর, ২০১৭ সালেই এমন একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, কিন্তু অনেক বেসরকারি হাসপাতাল তা মানেনি। এই অবস্থায়, নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর পুনরায় নির্দেশ কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগীর পরিজনেরা যাতে অবিলম্বে হাসপাতালের পরিস্থিতি বুঝতে পারেন, সে জন্য এই ব্যবস্থা কার্যকর করা হবে।

বেসরকারি হাসপাতালের বিপুল চিকিৎসা খরচ সাধারণ মানুষের উপর বিরাট প্রভাব ফেলে। সেই কথা মাথায় রেখে স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের সময় সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা যখন বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন অনেক রোগী স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা পেয়েছিলেন।

রাজ্য সরকারের এই পদক্ষেপকে রোগী ও তাঁদের পরিজনেরা স্বাগত জানাচ্ছেন। আশা করা হচ্ছে, নতুন ব্যবস্থার ফলে স্বাস্থ্যসাথী পরিষেবা আরও স্বচ্ছ এবং কার্যকর হবে।

আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।