Homeরাজ্যআলিপুরদুয়ারবঞ্চনার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে চা শ্রমিকরা

বঞ্চনার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে চা শ্রমিকরা

প্রকাশিত

শিলিগুড়ি: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলেন উত্তরবঙ্গের চা শ্রমিকরা। শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন চা শ্রমিকরা। ফাঁসিদেওয়া, মাদারিহাট, কালচিনি, নকশালবাড়ি মাটিগাড়ার বিজেপি বিধায়কদের বাসভবনের সামনে চলে অবস্থান বিক্ষোভ।

বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দিতে হবে, চা বাগানের উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ করা সত্ত্বেও কেন উন্নয়ন হচ্ছে না এই সমস্ত অভিযোগ তুলে এদিন বিক্ষোভে নামেন চা শ্রমিকরা। জমায়েত করেন বিজেপি বিধায়কদের বাড়ির সামনে। তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC তত্ত্বাবধানে চলে অবস্থান বিক্ষোভ।

জানা যাচ্ছে, আগের থেকেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তরফে। সামাজিক মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল সেই কথা। পূর্ব নির্ধারিত সূচি মেনেই শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নামলেন চা শ্রমিকরা। বকেয়া পিএফ, স্কলারশিপ, ৬০ বছরে অবসর, চা বাগানের অনুন্নয়নের মত গুরুতর বিষয় কেন্দ্রের নজর কাড়তেই এই আন্দোলন চা শ্রমিকদের।

উল্লেখ্য, কেন্দ্রের তরফ থেকে চা শ্রমিকদের দেওয়া হয়েছিল হাজারো প্রতিশ্রুতি। অথচ কাজের কাজ হয়নি কিছুই। দিনের পর দিন বঞ্চিতই থাকতে হয়েছে তাঁদের। আর সে কারণে অন্য কোনও উপায় দেখতে না পেয়ে বিক্ষোভের পথ বেছে নিলেন চা শ্রমিকরা।

আরও পড়ুন : দুই হাইকোর্টে একসঙ্গে আবেদন, ১ লক্ষ টাকা জরিমানা করা হল কেষ্টকে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।