কলকাতা : কিছুতেই দিল্লি যেতে চাইছে না অনুব্রত। অথচ কয়লা কাণ্ডে বীরভূমের জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি নিয়ে যেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসানসোল আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্ট এবং দিল্লী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। যদিও লাভের লাভ হলো না কিছুই। খারিজ হয়ে গেল কেষ্টর আবেদন।
এমনকি দুটি আদালতে একসঙ্গে মামলা করার জন্য জরিমানা করা হল ১ লক্ষ টাকা। হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী জানান, ‘ একসাথে একই ধরনের মামলা দুই আদালতে করার কারণে হাইকোর্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করা হলো’।
উল্লেখ্য, শুক্রবার দিল্লি হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রতের আইনজীবী। সেখানেই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। কলকাতা হাইকোর্টের শুনানি শেষ হওয়ার আগেই কেন দিল্লিতে মামলা করা হল সেই প্রশ্নই তোলা হয়। এমনকি বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা ধমক দেন অনুব্রতের আইনজীবীকে।
এই বিষয়টি এদিন কলকাতা হাইকোর্টের নজরে আনেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। এরপরেই বীরভূমের জেলা সভাপতির বিরুদ্ধে জরিমানা করা হল ১ লক্ষ টাকা।
আরও পড়ুন : ধোপে টিকল না পুলিশের সওয়াল, জামিন পেলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী