মুর্শিদাবাদ: সংগীত জগত মাতাচ্ছে মুর্শিদাবাদের ছেলে অরিজিত সিং। তাঁর দীর্ঘদিনের ইচ্ছা হাসপাতাল তৈরি করার । এবার অরিজিৎ সিং-এর সেই মনের প্রত্যাশা পূরণ করতে সমস্ত রকম সাহায্যের আশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক সভা থেকে অরিজিৎ- এর পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। সংগীত জগতের এই তারকার দীর্ঘদিনের ইচ্ছা নিজের জন্মভূমি মুর্শিদাবাদ-এর জঙ্গিপুরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা। তার এই প্রত্যাশার কথা স্বয়ং জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। এবার তাঁর সেই প্রত্যাশার পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সাহায্য করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে এমনটাই আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা থেকেই তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক সভাতে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ। খুব ভাল গান করেন। আজকে সারা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছে, দিদি আমি জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ-হাসপাতাল গড়তে চাই। আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি কর, যা যা সাহায্য লাগবে…জঙ্গিপুরেও তুমি যদি করতে চাও আমরা সব সাহায্য দেব। তুমি এগিয়ে এসো। ও একটা মা মাটি মানুষের লোক। মানে মাটিতে চলার লোক। দেখবেন ওঁর কোনও অহংকার নেই। ওঁর নিজের গুণই ওঁর সবচেয়ে বড় অহংকার, ওঁর অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা করব।” পাশাপাশি প্রশাসনিক সভা থেকেই যে সমস্ত বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ডে মানুষকে পরিষেবা দিচ্ছে না সেই সমস্ত বেসরকারি হাসপাতাল গুলিকে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।