বীরভূম : দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতাদের। সেই তালিকায় রয়েছেন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে নাম জড়িয়েছে হেভিওয়েট এই নেতার। এই প্রথমবার অনুব্রত হীন বীরভূমে সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের প্রতি তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন তিনি।
এদিন সভা মঞ্চ থেকে বড় ঘোষনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি জানিয়ে দিলেন যতদিন না অনুব্রত মণ্ডল জেল মুক্ত হচ্ছেন ততদিন জেলা সভাপতির দায়িত্ব সামলাবেন তিনি নিজেই।
মুখ্যমন্ত্রীর কথায়,’ আমার দুজন নেতাকে ইচ্ছে করে জেলে ভরে রাখা হয়েছে। নির্বাচনের সময়ও বের হতে দেওয়া হয় না ঘর থেকে। তা সত্যেও তো সাধারণ মানুষ ভোট দিতে যান’। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন,’যতদিন অনুব্রত জেলে থাকবে ততদিন জেলা সভাপতির দায়িত্ব সামলাবো আমি’।
মুখ্যমন্ত্রীর আরও সংযোজন,’ ফিরহাদ আমাকে সাহায্য করবে। ইতিমধ্যেই গঠন করে দেওয়া হয়েছে কোর কমিটি। আগের সিস্টেমেই চলবে কাজ’। এরপরেই মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল প্রবাদ বাক্য। তিনি বলেন,’রাজা যায় বাজার তো কুত্তা ভোকে হাজার’।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জেলা সভাপতির অনুপস্থিতিতে জেলা সামলাবেন মুখ্যমন্ত্রী এই ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। চলতি বছরের মে মাসেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে একটা বিকল্প ব্যবস্থা বীরভূমে করে রাখলেন মুখ্যমন্ত্রী। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।