মালদা : কখনও রোগীর পায়ে তো কখনও আবার মাথার উপর খেলছে ইঁদুর। দীর্ঘক্ষণ ইঁদুরের মাতনি সহ্য করার পর অবশেষে রেগে গেলেন রোগী। এরপর আচমকাই দেখা গেল ইঁদুরের মাথাখানা চেপে ধরেছেন রোগী। মুঠো করে ঘা দিয়ে চলেছেন ইঁদুরটিকে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন দৃশ্য দেখে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া। অভিযোগ, এই ছবি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের। ইঁদুরের উপদ্রব ঠেকাতে ‘পেস্ট কন্ট্রোল’ চলছে বলে জানান মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা।
প্রথমে ওই বৃদ্ধে পায়ের কাছে কম্বলে ঘোরাফেরা করলেও এরপর একেবারে তাঁর বুকে কাছে চলে আসে ইঁদুরটি। প্রথমে ওই বৃদ্ধ আলতো হাতেই ইঁদুরটিকে ধরার চেষ্টা করছিলেন। তবে বাগে আনতে না পেরে কিছুটা শক্তি প্রয়োগ করেন। মাথার কাছটা চেপে ধরেন বাঁ হাত দিয়ে। এরপরই ডান হাত দিয়ে সমানে কিল মারতে থাকেন। মানুষ ও ইঁদুরের এমন লড়াই দেখে চমকে উঠছে নেটিজেনরা।
মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা বলেন, ‘আমি খোঁজ খবর করে দেখছি। আমরা পেস্ট কন্ট্রোল কর্মসূচিও করছি’।