কলকাতা: বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের “দিশাহীন” বলে নিন্দা করে “ইন্ডিয়ান মুজাহিদিন” এবং “পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া” উল্লেখ করেন তিনি। এমনকী নাম নিয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও। এ দিনই মোদীর সেই কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। মিনিট তিরিশেক ছিলেন সেখানে। বেরিয়ে এসে রাজভবনের গেটে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোদীর কটাক্ষ সম্পর্কে বলেন, “আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হচ্ছে ইন্ডিয়া নামটা ওঁর পছন্দ হয়েছে, উনি গ্রহণ করেছেন। ওঁকে কিছু বলতে হবে তাই বলেছেন।”
এখানেই না থেমে মমতা আরও বলেন, “ইন্ডিয়া দল যখন খেলেতে নামে তখন কি কেউ জঙ্গিদের কথা বলে? আমাদের যখন কেউ দেশের নাম জিজ্ঞেস করে, তখন আমরা বলি ইন্ডিয়া। যত এই ধরনের কথা বলবে, তত মনে হবে নামটা ভালো লেগেছে”।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেশ ফুরফুরে মেজাজে বের হন। বলেন, “দুধ-চা খেয়েছি, বিস্কুট খাইনি।” কী নিয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের সঙ্গে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের সঙ্গে দু’টি বিল নিয়ে কথা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘বিধানসভায় বিল প্রায় হাতে নেই। তবু বছরে কিছু দিন বিধানসভা করতেই হয়। রাজ্যপালকে বলে গেলাম দু’টি বিল হতে পারে। পাশ করানোর জন্য রাজ্যপালকে বলে গেলাম।’’ তবে ওই বিলগুলি কী সংক্রান্ত, তা অবশ্য জানাতে চাননি মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী এ দিন বলেছিলেন, “বিরোধীরা ভারত নাম ব্যবহার করে নিজেদের কৃতিত্ব নিতে চাইছে। ভারতীয় জাতীয় কংগ্রেস। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইন্ডিয়ান মুজাহিদিন। পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া- এগুলোতেও ইন্ডিয়া আছে। শুধু ইন্ডিয়া নামটি ব্যবহার করলেই সবকিছু হয়ে যাবে, এমন চিন্তাভাবনার মানে হয় না”।