Homeখবররাজ্য"মনে হয় 'ইন্ডিয়া' নামটা পছন্দ হয়েছে", মোদীর 'ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই' মন্তব্যের পাল্টা...

“মনে হয় ‘ইন্ডিয়া’ নামটা পছন্দ হয়েছে”, মোদীর ‘ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই’ মন্তব্যের পাল্টা মমতা

প্রকাশিত

কলকাতা: বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের “দিশাহীন” বলে নিন্দা করে “ইন্ডিয়ান মুজাহিদিন” এবং “পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া” উল্লেখ করেন তিনি। এমনকী নাম নিয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও। এ দিনই মোদীর সেই কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। মিনিট তিরিশেক ছিলেন সেখানে। বেরিয়ে এসে রাজভবনের গেটে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোদীর কটাক্ষ সম্পর্কে বলেন, “আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হচ্ছে ইন্ডিয়া নামটা ওঁর পছন্দ হয়েছে, উনি গ্রহণ করেছেন। ওঁকে কিছু বলতে হবে তাই বলেছেন।”

এখানেই না থেমে মমতা আরও বলেন, “ইন্ডিয়া দল যখন খেলেতে নামে তখন কি কেউ জঙ্গিদের কথা বলে? আমাদের যখন কেউ দেশের নাম জিজ্ঞেস করে, তখন আমরা বলি ইন্ডিয়া। যত এই ধরনের কথা বলবে, তত মনে হবে নামটা ভালো লেগেছে”।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেশ ফুরফুরে মেজাজে বের হন। বলেন, “দুধ-চা খেয়েছি, বিস্কুট খাইনি।” কী নিয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের সঙ্গে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের সঙ্গে দু’টি বিল নিয়ে কথা হয়েছে। 

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘বিধানসভায় বিল প্রায় হাতে নেই। তবু বছরে কিছু দিন বিধানসভা করতেই হয়। রাজ্যপালকে বলে গেলাম দু’টি বিল হতে পারে। পাশ করানোর জন্য রাজ্যপালকে বলে গেলাম।’’ তবে ওই বিলগুলি কী সংক্রান্ত, তা অবশ্য জানাতে চাননি মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী এ দিন বলেছিলেন, “বিরোধীরা ভারত নাম ব্যবহার করে নিজেদের কৃতিত্ব নিতে চাইছে। ভারতীয় জাতীয় কংগ্রেস। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইন্ডিয়ান মুজাহিদিন। পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া- এগুলোতেও ইন্ডিয়া আছে। শুধু ইন্ডিয়া নামটি ব্যবহার করলেই সবকিছু হয়ে যাবে, এমন চিন্তাভাবনার মানে হয় না”।

আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ জোটকে তুলোধনা করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইন্ডিয়ান মুজাহিদিনের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী

সাম্প্রতিকতম

তেন্দুপাতা তুলে আর ঘরে ফেরা হল না! ছত্তীসগঢ়ে পিকআপ ভ্যান উল্টে ১৪ মহিলা-সহ মৃত ১৫ শ্রমিক

রায়পুর: সোমবার ছত্তীসগঢ়ের কওয়ার্ধা জেলার কুকদুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা। একটি পিকআপ ভ্যান উল্টে ১৫...

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, দুর্বল বাঁধ মেরামতির ওপরে নজর দিক প্রশাসন

শ্রয়ণ সেন হুংকার দিচ্ছে বঙ্গোপসাগর। আর কিছু দিনের মধ্যেই সেখানে জন্ম নেবে একটি ঘূর্ণিঝড়।...

মোটামুটি শান্তিতেই চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটপর্ব

খবর অনলাইন ডেস্ক:  লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া শুরু হয়েছে সকাল ৭টা থেকে।...

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত...

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, দুর্বল বাঁধ মেরামতির ওপরে নজর দিক প্রশাসন

শ্রয়ণ সেন হুংকার দিচ্ছে বঙ্গোপসাগর। আর কিছু দিনের মধ্যেই সেখানে জন্ম নেবে একটি ঘূর্ণিঝড়।...

বর্ষাকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে আসার জন্য চলতি গরম খুব গুরুত্বপূর্ণ, সোমবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা

শ্রয়ণ সেন বর্ষার দামামা বেজে গিয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে ১৯ মে, রবিবার বর্ষা প্রবেশ করে...

সন্দেশখালির মাম্পি দাসের জামিন মঞ্জুর, হাইকোর্টে ধাক্কা রাজ্য পুলিশের

কলকাতা: সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসকে ব্যক্তিগত বন্ডে জামিন দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই...