বিজেপির প্রার্থিতালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর, স্থানীয় নেতৃত্বের উপরই ভরসা রেখেছে শাসকদল।
সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সঙ্গীতা রায়। মাদারিহাট আসনে প্রার্থী করা হয়েছে জয়প্রকাশ টোপ্পোকে। নৈহাটি কেন্দ্রে সনৎ দে, হাড়োয়া কেন্দ্রে শেখ রবিউল ইসলাম, মেদিনীপুরে সুজয় হাজরা এবং তালড্যাংরা আসনে ফাল্গুনী সিংহবাবু প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন।
নৈহাটির প্রার্থী সনৎ দে দীর্ঘ দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত এবং বর্তমানে টাউন তৃণমূলের সভাপতি। মেদিনীপুরে প্রার্থী সুজয় হাজরা জেলা পরিষদের সভাধিপতি এবং দলের অভ্যন্তরে সুপরিচিত। হাড়োয়া কেন্দ্রে প্রার্থী শেখ রবিউল ইসলাম হলেন প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজো পুত্র। এই আসনে প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন প্রয়াত সাংসদের দুই ছেলে এবং আরও কয়েকজন, কিন্তু শেষ পর্যন্ত রবিউলকেই বেছে নিল তৃণমূল।
এই উপনির্বাচনের কারণ, এই ছয় আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছেন। তবে হাড়োয়ার বিধায়ক পদ খালি হওয়ার পরে সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুর কারণে উপনির্বাচনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ১৩ নভেম্বর এই ছয়টি আসনে ভোটগ্রহণ হবে, এবং গণনা হবে ২৩ নভেম্বর।
BREAKING NEWS:
— ELECTORAL EDGE (@Electoral_Edge) October 20, 2024
West Bengal Assembly By-Polls: TMC announced its six Candidates list for the State assembly By-Elections. pic.twitter.com/17Rhy99rFO
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ছয়টি আসনের মধ্যে শুধুমাত্র মাদারিহাট আসনটি বিজেপি জয় লাভ করেছিল। এবার সেখানে বিজেপি প্রার্থী করেছে রাহুল লোহারকে, যার বিরুদ্ধে তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো প্রতিদ্বন্দ্বিতা করবেন।