Homeখবররাজ্যতৃণমূলের শো কজের লিখিত জবাব দিলেন হুমায়ুন, প্রকাশ্যে অব্যাহত ‘বিদ্রোহী’ সুর

তৃণমূলের শো কজের লিখিত জবাব দিলেন হুমায়ুন, প্রকাশ্যে অব্যাহত ‘বিদ্রোহী’ সুর

প্রকাশিত

তৃণমূল কংগ্রেসের শো কজের প্রেক্ষিতে লিখিত জবাব দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তিন পাতার জবাবি চিঠিতে হুমায়ুন দাবি করেছেন, তিনি দলের ক্ষতি চান না এবং কাউকে আঘাত করার উদ্দেশ্যও ছিল না। তবে অভিযোগ জানানোর পরেও দল কোনো পদক্ষেপ না করায়, আবেগতাড়িত হয়ে কিছু মন্তব্য করে ফেলেছিলেন। চিঠিতে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, কেন সেই মন্তব্যগুলি করতে বাধ্য হয়েছিলেন।

তবে প্রকাশ্যে হুমায়ুনের সুর নরম হওয়ার কোনো ইঙ্গিত মেলেনি। বৃহস্পতিবারও তিনি তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। হুমায়ুন প্রশ্ন তোলেন, “কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শো কজ করা হবে না? কেন তাঁকে শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হতে হবে না?”

বুধবার তৃণমূলের পক্ষ থেকে হুমায়ুনকে শো কজ করা হয়। এরপর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী তাঁকে দ্রুত শো কজের জবাব দিতে বলেন। সূত্রের খবর, মমতার নির্দেশ অমান্য করে প্রকাশ্যে দলের বিরুদ্ধে মন্তব্য করার কারণেই এই পদক্ষেপ।

সম্প্রতি হুমায়ুন বলেছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানেন এবং ভবিষ্যতে তৃণমূল থেকে টিকিট না পেলে, তার জবাব দেবেন। এমন বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। এদিনও তিনি বলেন, “মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক এবং জনতার একটাই দাবি থাকবে— অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি মুখ্যমন্ত্রী দেখতে চাওয়া।”

গত সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শো কজ় করা হবে। সেই নির্দেশ অমান্য করেই বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। এবার শো কজ়ের জবাব দিলেও, প্রকাশ্যে ‘বিদ্রোহী’ সুর বজায় রেখেছেন তিনি।

বাসিন্দার অনুমতি ছাড়া বাড়িতে সিসিটিভি বসানো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন: কলকাতা হাইকোর্ট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।