আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে মন্তব্য করার জন্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব করল কলকাতা পুলিশ। শনিবার সন্ধ্যায় লালবাজার থেকে জানানো হয়, রবিবার বিকেলের মধ্যেই তাঁকে হাজিরা দিতে হবে কলকাতা পুলিশের সদর দফতরে। সুখেন্দুর সাম্প্রতিক কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই তলব বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে আরজি কর-কাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কিছু মন্তব্য করেছিলেন সুখেন্দুশেখর। তাঁর বক্তব্য নিয়ে পুলিশ বিস্তারিত জানতে চায়। উল্লেখযোগ্যভাবে, লালবাজারের এই তলবের কয়েক ঘণ্টা আগেই সুখেন্দু এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি কলকাতার পুলিশ কমিশনার এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানান।
সুখেন্দু তাঁর পোস্টে লেখেন, “সিবিআই সঠিকভাবে তদন্ত করুক। সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক, কারা আত্মহত্যার কথা রটিয়েছিল? কেন ঘটনার তিনদিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ আনা হলো? কেন সেমিনার হলের দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে। তাহলেই জানা যাবে কীভাবে তাঁরা এতটা প্রভাবশালী, কাদের আশ্রয়ে এই কর্মকাণ্ড।”
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই পুলিশ তাঁর সঙ্গে কথা বলতে চায় বলে মনে করা হচ্ছে। সুখেন্দুশেখর রায়ের এই তলবকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তিনি লালবাজারে হাজিরা দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।