Home খবর রাজ্য জবাবে সন্তুষ্ট নয়, ৫ জুলাই ফের সায়নী ঘোষকে ফের তলব ইডি-র

জবাবে সন্তুষ্ট নয়, ৫ জুলাই ফের সায়নী ঘোষকে ফের তলব ইডি-র

0
saayoni ghosh

নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে তলব করেছিল ইডি। এদিন কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত নানা বিষয়ে সায়নীকে প্রশ্ন করে ইডি আধিকারিকরা। কিন্তু জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ফের তলব করা হল তাঁকে। ৫ জুলাই ফের তাঁকে হাজিরা দিতে হবে।

রাজ্যের একাধিক বেসরকারি স্কুলের অনুমোদন বাতিলের হুঁশিয়ারি মধ্যশিক্ষা পর্ষদের

স্কুলে কি পর্ষদের বই পড়ানো হচ্ছে, এই তথ্য চেয়েও মেলেনি রাজ্যে একাধিক বেসরকারি স্কুলের কাছে। ওই স্কুলগুলির অনুমোদন বাতিলের হুঁশিয়ারি দিল মধ্যশিক্ষা পর্ষদ। সিআইএসসিই ও সিবিএসসি বোর্ড ছাড়াও রাজ্যের বেসরকারি স্কুলের একটা অংশ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে। ইংরাজি ও বাংলা মাধ্যমের এই বেসরকারি স্কুলগুলোতে পর্ষদের সিলেবাস মেনে মাধ্যমিক পরীক্ষা দেয়। রাজ্য এই রকম স্কুলের সংখ্যা প্রায় ৪৫৬। পর্ষদের হুঁশিয়ারিতে বিপাকে পড়ল তারা।

শনিবার দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল

বাংলায় হিংসা বরদাস্ত করা যাবে না। কোথাও কোনও হিংসার খবর এলে তৎক্ষণৎ তিনি ব্যবস্থা নেবেন। শুক্রবার রাতে কোচবিহার সার্কিট হাউজে সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই জানালেন রাজ্যপাল। শনিবার তিনি দিনহাটা যাচ্ছেন। সেখানে এলাকা ঘুরের কথা বলবেন স্থানীয় প্রশাসনের সঙ্গে।

৬ মাস মেয়াদ বাড়ল মুখ্যসচিবের

চাকরির মেয়াদ বাড়ল মুখ্যসচিবের। শুক্রবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কর্মজীবনের শেষ দিন ছিল। কিন্তু আগামী ৬ মাস তাঁর মেয়াদ বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। ফলে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য প্রশাসনে কোনও রদবদল হচ্ছে না।

বাজ পড়ে খড়্গপুরে ৪ জনের মৃত্যু

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে বাজ পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন নাবালিকাও রয়েছে। এছাড়া ঝাড়গ্রাম জেলা বাজ পড়ে মৃত্যু হয়েছে ১ জনের।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version