রাজ্যে টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা আরও এক মাস বাড়াল পরিবহণ দপ্তর। আগে ৩০ নভেম্বর ছিল টোটো নথিভুক্তিকরণের আবেদনের শেষ দিন। কিন্তু বহু টোটো মালিকের আবেদন ও কম সাড়া মেলার কারণে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বুধবার পরিবহণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়।
রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত আগেই নেয় পরিবহণ দপ্তর। প্রতিটি টোটোর গায়ে লাগানো হবে কিউআর কোড-সহ স্টিকার, যাতে অস্থায়ী নম্বর উল্লেখ থাকবে। গত মাসের ১৩ তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হলেও প্রায় দেড় মাস কেটে যাওয়ার পরেও আবেদন অত্যন্ত কম হওয়ায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, এক হাজার টাকা ফি দিয়ে টোটো মালিক বা চালকেরা অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পেতে পারবেন। এই নম্বরই আপাতত সরকারি রেজিস্ট্রেশনের প্রাথমিক দলিল হিসেবে কাজ করবে। পরে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করে টোটো শুমারির ভিত্তিতে রাজ্যের টোটো ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার জন্য একটি নতুন গাইডলাইন প্রকাশ করা হবে।
একইসঙ্গে স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে প্রতিটি এলাকার নির্দিষ্ট রুট ঠিক করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে অনিয়ম, ভিড় ও রুটের উপর চাপ কমবে বলে মনে করা হচ্ছে।
পরিবহণ দপ্তর আরও জানিয়েছে, আগামী দিনে টোটো চালাতে গেলে চালকদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ ও পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে টোটো পরিষেবায় নিরাপত্তা ও নিয়মশৃঙ্খলা আনাই সরকারের লক্ষ্য।
পরিকাঠামো উন্নয়ন এবং রেজিস্ট্রেশন নিয়ম কঠোর করার মাধ্যমে রাজ্যজুড়ে দ্রুত বর্ধনশীল টোটো পরিষেবাকে আরও সংগঠিত ও নিয়ন্ত্রিত করতে চায় পরিবহণ দপ্তর।
আরও পড়ুন: টোটো নিবন্ধনের পর মিলবে সরকারি ড্রাইভিং লাইসেন্স, উদ্যোগী পরিবহণ দফতর


