Homeখবররাজ্যকলকাতায় বিজেপি-র পার্টি অফিস খাঁ খাঁ, বাইরে যথারীতি পুলিশি প্রহরা

কলকাতায় বিজেপি-র পার্টি অফিস খাঁ খাঁ, বাইরে যথারীতি পুলিশি প্রহরা

প্রকাশিত

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘চারশো পার’-এর স্বপ্ন চুরমার। বাংলায় যা ছিল, সেটাও ধরে রাখতে পারল না বিজেপি। এর চেয়ে বড় ধাক্কা আর কী-ইবা হতে পারে!

রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী/এগিয়ে ২৯টি আসনে। বিজেপি পেতে পারে ১২টি এবং কংগ্রেস ১টি আসন। রাজ্যের দুই বিধানসভা বরানগর এবং ভগবানগোলাতেও তৃণমূলের জয়জয়কার। ও দিকে, সর্বভারতীয় স্তরেও এনডিএ জোটের ফলাফল মোটের উপর সন্তুষ্ট হওয়ার মতো হলেও প্রত্যাশাপূরণ হয়নি বিজেপি-র। সবমিলিয়ে একপ্রকার অস্বস্তি দেখা দিয়েছে গেরুয়া শিবিরে।

মঙ্গলবার ভোটগণনার শুরুর দিকে বাংলা তথা ভারতে বিপুল সংখ্যক আসনে এগিয়ে যায় বিজেপি। তবে পরক্ষণেই খেলা ঘুরে যায়। দেশে এ বার কংগ্রেস-সহ বিরোধীদের জোট ইন্ডিয়া মোটের উপর ভালো ফল করছে। এ দিকে বাংলাতেও সবুজে সবুজে ফল তৃণমূলের।

এ দিন সকালের দিকে উত্তর কলকাতার মুরলিধর সেন লেন বিজেপি পার্টি অফিস দলের নেতাকর্মীদের ভিড়ে গমগম করলেও বেলা বাড়ার সঙ্গে তা হালকা হতে শুরু করে। এক সময় কার্যত ফাঁকা হয়ে যায় বিজেপির পার্টি অফিস। তবে, বাইরে পুলিশি প্রহরা রয়েছে যথারীতি।

ছবি: রাজীব বসু

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।