রাজ্যজুড়ে ভোটার তালিকায় ভুয়ো নাম চিহ্নিত করতে জোরকদমে অভিযানে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার থেকে শুরু হল ভোটার যাচাই অভিযান। হাতিয়ার— সদ্য চালু হওয়া ‘দিদির দূত’ অ্যাপ। একদিন আগেই (বুধবার) চালু হয়েছে এই অ্যাপ, যার মাধ্যমে বুথ স্তরের প্রতিনিধি ও এজেন্টরা পৌঁছে যাচ্ছেন প্রত্যেক বাড়িতে।
তৃণমূল সূত্রে খবর, এই বৃহত্তর যাচাই অভিযানটি ছড়িয়ে পড়বে রাজ্যের ২৬টি সাংগঠনিক জেলায়, প্রায় ৮০,০০০ বুথে। ভোটার তালিকায় কারা প্রকৃত ভোটার এবং কারা তথাকথিত ‘ভুয়ো ভোটার’— তা চিহ্নিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই ‘ঘোস্ট ভোটার’-এর প্রসঙ্গ তুলেছিলেন। সেই সূত্র ধরেই তৈরি হয়েছে এই বিশেষ অ্যাপ ও মাঠপর্যায়ের এই অভিযান।
দলীয় নেতৃত্ব জানাচ্ছে, বুথ লেভেল কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে স্মার্টফোন, যার মাধ্যমে মাঠ থেকে রিয়েল টাইম তথ্য আপডেট করা হচ্ছে দিদির দূত অ্যাপে। ভোটারদের নাম, ঠিকানা, পরিচয়পত্র মিলিয়ে যাচাই করা হচ্ছে সব কিছু।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে নির্দেশ দিয়েছিলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ চলুক সারা বছর ধরেই। সেই লক্ষ্যে আগামী বছরের বিধানসভা নির্বাচন পর্যন্ত এই প্রচার চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দল।
তৃণমূল সূত্রের আশা, এই উদ্যোগে একদিকে যেমন ভোটার তালিকা হবে স্বচ্ছ ও নির্ভুল, তেমনই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও দৃঢ় হবে।