পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো বড় সুখবর। লিভ ট্র্যাভেল কনসেশন (এলটিসি) এবং হোম ট্র্যাভেল কনসেশন (এইচটিসি)-র মেয়াদ আরও এক বছর বাড়ানো হল। রাজ্যের অর্থ দফতর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর যে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তা বাড়িয়ে করা হল ২০২৬ সালের ৩১ অক্টোবর।
এর ফলে, গত তিন বছরে ব্যক্তিগত কারণে যারা এই সুবিধা নিতে পারেননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে তা ব্যবহার করতে পারবেন।
মূল বিষয়গুলি:
- প্রতি তিন বছরে একবার এই সুবিধা পান সরকারি কর্মচারীরা।
- এক বছরের এই বাড়তি সুযোগ শুধুমাত্র একবারের জন্যই দেওয়া হচ্ছে।
- পুরনো ছুটির মেয়াদ বাড়লেও নিয়ম অনুযায়ী ২০২৫ সালের ১ নভেম্বর থেকে নতুন ছুটির জন্য আবেদন করতে পারবেন কর্মীরা।
নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সরকারি কর্মী নির্দিষ্ট সময়ে ছুটি নিতে না পারার কারণে সমস্যায় পড়েছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে তাঁদের মধ্যে অনেকেই উপকৃত হবেন।
সরকারি কর্মীদের একাংশ মনে করছেন, এই পদক্ষেপ কর্মীদের জন্য যেমন স্বস্তির, তেমনই পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনাও এখন সহজ হবে।