Homeখবররাজ্যপুজোর আবহাওয়া: নবমী পর্যন্ত রোদ ঝলমলে, বঙ্গোপসাগরের ওপরে নির্ভর করছে দশমী

পুজোর আবহাওয়া: নবমী পর্যন্ত রোদ ঝলমলে, বঙ্গোপসাগরের ওপরে নির্ভর করছে দশমী

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: দক্ষিণবঙ্গের ওপর থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে বেশ কয়েক দিন হয়ে গিয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ থেকেও বিদায় নেবে সে। এই সুযোগে ধীরে ধীরে শুষ্ক উত্তুরে হাওয়া ঢুকে পড়ছে রাজ্যের বায়ুমণ্ডলে। দিনের বেলাটা গরম লাগলেও রাত এবং ভোরের দিকে হালকা শিরশিরানি ব্যাপার একটা অনুভূত হচ্ছে।

এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন যে পুজোয় আবহাওয়া কেমন থাকতে চলেছে। উল্লেখ্য, বৃষ্টিহীন পুজো সে ভাবে দেখা যায় না। রেকর্ড বই বলে ২০০০ সালের পর, অর্থাৎ গত ২৩ বছরের মধ্যে শুধুমাত্র ২০০৪, ২০১১, ২০১২, ২০১৫ এবং ২০১৮ সালের পুজোয় বৃষ্টি হয়নি। বাকি সব বছরেই বৃষ্টি হয়েছে।

তবে কলকাতা এবং রাজ্যের মানুষ শুনলে খুশিই হবেন যে এ বার পুজোটা প্রায় পুরোটাই বৃষ্টিহীন থাকতে চলেছে। যে হেতু মৌসুমি বায়ু বিদায় নিয়েছে এবং রাজ্যের বায়ুমণ্ডলে এই মুহূর্তে বৃষ্টি নামানোর মতো কোনো অনুঘটক নেই, সেই কারণে অন্তত নবমী পর্যন্ত রোদ ঝলমলে আবহাওয়াই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। দিনের বেলায় তাপমাত্রা বত্রিশ-তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। ভোরের দিকে তাপমাত্রা নেমে আসতে পারে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে।

এমনিতেই রোদ ঝলমলে আবহাওয়ায় প্যান্ডেল-হপিং শুরু করে দিয়েছেন মানুষজন। মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়ছে। এমন আবহাওয়াই থাকবে অন্তত নবমী পর্যন্ত।

কিন্তু দশমীতে আবহাওয়া কী রকম থাকবে, সেটা নির্ভর করছে বঙ্গোপসাগরের ওপরে। আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন মডেল অনুযায়ী এটা অনুমান করা হচ্ছে যে ২০ তারিখ নাগাদ আন্দামান সাগর লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আপাতত মনে হচ্ছে সেটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ কিংবা সাধারণ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।

সেটি কোন দিকে অগ্রসর হবে, সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার ওপরেই দশমীর আবহাওয়া নির্ভর করছে। আপাতত নিম্নচাপটির ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে নানা মুনির নানা মত। একটি মডেল অনুযায়ী সেটি তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশের দিকে যাবে। আবার অন্য একটি মডেল বলছে সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি গিয়ে তার পর ভারতের পূর্ব উপকূলের পাড় বরাবর এগোবে। ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলকে পাশ কাটিয়ে বাংলাদেশ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে।

ওই নিম্নচাপ যদি পশ্চিমবঙ্গের কাছাকাছি অবস্থান করে তা হলে দশমীর দিন বৃষ্টির সম্ভাবনা আছে যথেষ্টই। এতে পুজোর শেষ দিনের প্যান্ডেল-হপিং এবং প্রতিমা নিরাঞ্জনে প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন

পার্বত্য রাজ্যে তুষারপাত, সমতলে বৃষ্টি! বাংলাতেও শীতের আগমনী বার্তা

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে বাড়ছে ছাড়ও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান বাড়ানোর ঘোষণা করেছেন। চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে, যা ২০২৫ সালে এক লক্ষ টাকায় পৌঁছাবে। বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশের কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে না, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়  

খবর অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে কোনো অসহায় মানুষ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?