Homeখবররাজ্যআবহাওয়ার ভোলবদল, বৃষ্টি-কালবৈশাখীর পূর্বাভাস

আবহাওয়ার ভোলবদল, বৃষ্টি-কালবৈশাখীর পূর্বাভাস

প্রকাশিত

কলকাতা: রবিবার মায়ানমারে আছড়ে পড়েছে ‘মোকা’, বাংলায় কোনো প্রভাব পড়েনি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিন দক্ষিণবঙ্গ শুষ্ক থাকবে। তবে ১৭ থেকে ২০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

ইতিমধ্যেই কলকাতায় পারদ নেমেছে স্বাভাবিকের নীচে। গত সপ্তাহের তাপপ্রবাহের পর নতুন সপ্তাহের প্রথম কাজের দিন অপেক্ষাকৃত কম গরমেই শুরু হয়েছে দিন। এরমধ্যেই কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

এমনিতে গত কয়েকদিনে প্রবল গরম পড়েছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। এমনকি উত্তরবঙ্গেও পারদ ৩৮ পেরিয়ে যায়। এই তীব্র গরমের ফলে মাটি তপ্ত হয়ে রয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গের উপরে স্থানীয় ভাবে নিম্নচাপ বলয় তৈরি হয়ে গিয়েছে। এর পাশাপাশি গোটা রাজ্যেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকিয়ে দিয়েছে মোকা। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে ১৫ থেকে ২১ তারিখের মধ্যে অন্তত তিনটে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে স্বল্প সময়ের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সে ভাবে সরাসরি কোনো প্রভাব না পড়লেও মোকার পরোক্ষ প্রভাবে দিনভর বঙ্গের জেলায় জেলায় ছিল মেঘ-রোদের খেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে এর পর থেকে সাময়িক হাওয়া বদলের সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।

অন্য দিকে, রোজই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। কিন্তু আগামী ৭২ ঘণ্টা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কারণ এই সময় ব্যাপক আকারে ঝড় দেখতে পারে উত্তরবঙ্গ। সেই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে আগামী ৭২ ঘণ্টায়। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও পূর্বাভাস একই রকম।

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের ‘রাত দখল’-এর ডাক

আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে ফের ‘রাত দখল’-এর ডাক দিলেন রিমঝিম সিংহরা। আগামী রবিবার এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদন পড়ুন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?