Homeখবররাজ্যঝড়-বৃষ্টি তো দূর অস্ত, আশঙ্কা তাপপ্রবাহের

ঝড়-বৃষ্টি তো দূর অস্ত, আশঙ্কা তাপপ্রবাহের

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: একদিকে যখন ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে বিস্তর আলোচনা, অন্য দিকে তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। এর আগে বৃষ্টিপাতের জেরে কিছুটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নতুন করে সেখানে গরমের প্রভাব বাড়তে শুরু করেছে। আশঙ্কা রয়েছে তাপপ্রবাহের। বাংলায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ারও তেমন কোনো সম্ভাবনা নেই।

চুড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া

মঙ্গলবার থেকে চুড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। কলকাতা তাপমাত্রা হবে প্রায় ৪০ ডিগ্রি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।

তাপপ্রবাহের মতো পরিস্থিতি

ঘূর্ণিঝড় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চল থেকে সমস্ত জলীয় বাষ্প শুষে নিচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পারদ চড়তে পারে ৪০ ডিগ্রির উপরে। দিনের বেলা লু বইবে শহরে। চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই।

কোন পথে মোকা?

মৌসম ভবন জানাচ্ছে, গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ইতিমধ্যেই শক্তি বাড়াতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঝড় মূলত উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল হবে বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূলে।

আন্দামানে মোকার প্রভাব শুরু

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টি চলছে। ক্রমশ বাড়বে এর তীব্রতা বুধ-বৃহস্পতিবারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। রবিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিকতম

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আরও পড়ুন

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।