দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন, আগামী ৩-৪ দিনে বাড়বে তাপমাত্রা

0
Kolkata

কলকাতা: শনিবার রাতে বৃষ্টি হলেও রবিবার সারাদিনই শুষ্ক রইল কলকাতা। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে পুরোপুরি শুষ্ক থাকবে আবহাওয়া। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী তিন-চার দিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
এ দিন বিক্ষিপ্ত ভাবে আংশিক মেঘলা আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম।

মেঘলা আকাশ এবং আগের রাতে বৃষ্টির জন্য স্বাভাবিকের অনেকটাই নীচে নেমে গিয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তবে এ বার তাপমাত্রা অনেকটা বাড়বে, রাতের তাপমাত্রাও ক্রমশ বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমেছিল। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম এবং রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.