Homeখবররাজ্যজেলায় জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া

জেলায় জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া

প্রকাশিত

কলকাতা: বৃহস্পতিবারের পর শুক্রবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ দিনও দিনভর বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে।

বৃহস্পতিবার সারাদিন ধরেই ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম। সন্ধে হতেই বদলাতে শুরু করেছিল আবহাওয়া। আর রাত খানিক বাড়তেই স্বস্তির বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সঙ্গে সঙ্গী হয়েছিল দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ স্বস্তির বৃষ্টিতে একধাক্কায় বেশ কিছুটা কমেছে তাপমাত্রাও।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা থেকে শিলাবৃষ্টিরও খবরও মিলেছে। আজ এবং কালও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এরকম আবহাওয়া চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শুক্রবার অপেক্ষাকৃত ঝড়বৃষ্টির মাত্রা বেশি হওয়ার পূর্বাভাস থাকায় কমলা সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে বলেই খবর। পাহাড় লাগোয়া জেলাগুলিতে আরও কিছুটা দাপট বাড়বে ঝোড়ো হাওয়ার। উত্তরবঙ্গ জুড়ে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ওই দিন।

শনিবার দুর্যোগের দাপট কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। তবে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ওই দিনও। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। শনিবার ঝড়বৃষ্টি হলেও শিলাবৃষ্টির পূর্বাভাস নেই।

হাওয়া অফিসের মতে, একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জেরে শুক্রবার এবং শনিবার পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। তাপমাত্রা কমার তেমন কোনো খবর নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর গরমই থাকবে। তবে রবিবার থেকে পরিস্থিতি বদলাতে থাকবে।

আরও পড়ুন: রেড রোডে ৩০ ঘণ্টার ধরনা শেষ, এ বার তৃণমূলের লক্ষ্য ‘দিল্লি চলো’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।