Homeখবররাজ্যপুজোর শেষবেলায় বৃষ্টির চোখ রাঙানি, এগোচ্ছে ঘূর্ণিঝড় 'হামুন'

পুজোর শেষবেলায় বৃষ্টির চোখ রাঙানি, এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’

প্রকাশিত

কলকাতা: পুজোর শেষবেলায় দুর্যোগের দাপাদাপি। দুপুর গড়াতেই ভিজেছে নবমীর কলকাতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অন্য বেশ কিছু জেলাতেও দুপুর নাগাদ বেশ কিছুটা সময় ধরে ঝমঝমিয়ে হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতেও চলবে বৃষ্টি মঙ্গলবারেও। একদিকে পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা, অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। যার নাম দেওয়া হয়েছে ‘হামুন’।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘হামুন’-এ রূপ নেওয়ার পর আগামীকাল বুধবার দুপুরের মধ্যে তা উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্টি হওয়া মেঘমালার অগ্রভাগ বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করেছে। যার প্রভাবে রাজধানী-সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, বুধবার (২৫ অক্টোবর) নাগাদ বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে প্রবেশ করতে পারে। তবে তত ক্ষণে সেটি দুর্বল হয়ে আবার গভীর নিম্নচাপে পরিণত হবে বলেই মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ মঙ্গলবার ও কাল বুধবার বাংলাদেশের উপকূল-সহ সারা দেশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের তিনটি বন্দর ও উপকূলে ৩ নম্বর সতর্কসংকেতের জায়গায় ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেদেশের উপকূল-সহ সারা দেশের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ দিকে, বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের জেরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার বেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবারের পর মঙ্গলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে মাঝারি বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে দু’এক জায়গাতে। দশমী এবং একাদশীর দিন ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

প্রসঙ্গত, সোমবার রাতে পূর্বাভাসে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘হামুন’ তৈরি হয়েছে। ‘হামুন’ নামটি ইরানের দেওয়া। ‘হামুন’ শব্দের অর্থ সমতল ভূমি বা পৃথিবী।

আরও পড়ুন: বাংলাদেশে মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, মৃত অন্তত ১৭

সাম্প্রতিকতম

বিসিসিআই চায় হেড কোচ পদে রাহুল দ্রাবিড়ই থাকুন  

খবর অনলাইন ডেস্ক: ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ভারতের ক্রিকেট দলের হেড কোচ হিসাবে...

রাজ্যের ৩ জন-সহ সব শ্রমিককেই নিরাপদে বাইরে আনা হল, উদ্ধার অভিযানের প্রশংসায় প্রধানমন্ত্রী    

দেহরাদুন: সমস্ত উৎকণ্ঠা, উদ্বেগ, প্রতীক্ষার অবসান হল। ১৭ দিন ধরে উত্তরকাশীর কাছে সুড়ঙ্গে আটকে...

টি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

ভারত: ২২২-৩ (ঋতুরাজ গায়কোয়াড় ১২৩ নট আউট, সূর্যকুমার যাদব ৩৯, বেহরেনডর্ফ ১-১২) অস্ট্রেলিয়া: ২২৫-৫ (গ্লেন...

সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককেই নিরাপদে উদ্ধার করা হল

দেহরাদুন: টানা ১৭ দিন ধরে আটকে থাকার পর সিলকিয়ারা টানেলে আটকে থাকা কর্মীদের একে...

আরও পড়ুন

ডুয়ার্সের জঙ্গলে হাতির মৃত্যু, মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল মা ও দুই শাবকের

নিজস্ব প্রতিনিধি: ডুয়ার্সের জঙ্গল ভেদ করে যাওয়া রেললাইনে মালগাড়ির ধাক্কায় ফের মৃত্যু হল হাতির।...

দার্জিলিঙে গেলে এ বার থেকে দিতে হবে ‘ট্যুরিস্ট ট্যাক্স’, হোটেল ব্যবসায়ীদের আপত্তি

দার্জিলিং: শৈলশহর দার্জিলিং ভ্রমণকারীদের কাছ থেকে ‘ট্যুরিস্ট ট্যাক্স’ আদায়ের সিদ্ধান্ত নিল দার্জিলিং পুরসভা। পুরসভার...

‘২০২৪ সালের মার্চ মাসের মধ্যে সিএএ, কেউ থামাতে পারবে না’, বাংলায় এসে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​মিশ্রর

কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA) কার্যকর করার দাবি করলেন...