দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সামান্য পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই বৃষ্টির মাত্রা খুব একটা বেশি হবে না।
আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে আগামী সপ্তাহে, ১০ এপ্রিলের আশেপাশে দক্ষিণবঙ্গে ভালো রকম ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিস্তারিত পূর্বাভাস পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি
বর্তমানে দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। পূর্ববর্তী দু’বছরের মতো অস্বাভাবিক এবং বীভৎস গরমের কোনও পূর্বাভাস এখনও পর্যন্ত নেই।
স্বস্তির বার্তা
গত কয়েক বছরে এই সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার নজির রয়েছে। তবে এই বছর এখনও পর্যন্ত সেই ধরনের অস্বাভাবিক গরমের পূর্বাভাস মেলেনি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সামান্য বৃষ্টির কারণে স্বাভাবিক তাপমাত্রার সঙ্গে কিছুটা স্বস্তিও মিলবে।