পুরনো বছর যেতে না যেতেই শীতের অবসান ঘটিয়ে খুশির বার্তা নিয়ে উপস্থিত হয় ঋতুরাজ বসন্ত। সুমধুর কোকিলের ডাক, যেন শুধু বলে যায় ভালবাসার কথা। বছরের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাস কে ভালোবাসার মাস হিসেবে ধরা হয়। এই ফেব্রুয়ারি মাসের জন্য পুরো বছর ধরে অপেক্ষা করে থাকেন প্রেমিক যুগলরা।
কারণ, এই ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত প্রিয় মানুষটিকে একাধিক উইশ ও প্রেমের প্রস্তাব জানানোর জন্য ভালোবাসার সপ্তাহ উদযাপন করা হয়।
১। ৭ ফেব্রুয়ারি (রোজ ডে)-
ভ্যালেন্টাইন্স সপ্তাহের প্রথম দিনটিই শুরু হচ্ছে ফুল দিয়ে। গোলাপ ফুল ভালোবাসার প্রতীক। এই দিনটিতে শুধুমাত্র প্রেমিক-প্রমিকারাই নন, যে কেউ তাঁর প্রিয় মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। তবে, গোলাপের রঙ অবশ্যই লাল হলে ভালো হয়।
২। ৮ ফেব্রুয়ারি (প্রোপোজ ডে)-
ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন প্রেম প্রস্তাবের দিন। এই দিন মনের মানুষ ভালোবাসার কথা জানান তার প্রিয় মানুষটিকে।
৩। ৯ ফেব্রুয়ারি (চকোলেট ডে)-
চকোলেট ছোট থেকে বড়ো সকলেরই প্রিয়। ভ্যালেন্টাইন্স সপ্তাহের তৃতীয় দিনে আসে চকোলেট ডে এবং এতে মনের কথা জানাতে ছোট্ট উপহার হিসাবে চকোলেটের জুড়ি মেলা ভার।
৪। ১০ ফেব্রুয়ারি (টেডি ডে)-
এই বিশেষ দিনে পছন্দের মানুষকে উপহার দিতে পারেন টেডি বিয়ার।
৫। ১১ ফেব্রুয়ারি (প্রমিস ডে)-
যে কোনও সম্পর্কে অঙ্গীকারবদ্ধ থাকাটা খুবই জরুরী। তাই এই বিশেষ দিনে সঙ্গীর মন পেতে তার কাছে কিছু প্রমিস করতেই পারেন।
৬। ১২ ফেব্রুয়ারি (হাগ ডে)-
ভালোবাসা প্রকাশের মধ্যে থাকে আলাদা অনুভূতি। এই বিশেষ দিনে তাই ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে মনের ভাব প্রকাশ করতে দ্বিধা বোধ করবেন না।
৭। ১৩ ফেব্রুয়ারি (কিস ডে)-
ভালোবাসা প্রকাশের আরেকটি বিশেষ মাধ্যম হল চুম্বন। এই দিনটিও তাই ভালোবাসা প্রকাশের বিশেষ দিন বলা চলে।
৮। ১৪ ফেব্রুয়ারি (ভ্যালেন্টাইন্স ডে)-
ভ্যালেন্টাইন্স সপ্তাহের শেষ দিনটি হল সবথেকে বিশেষ দিন। এই দিনের সুন্দর মুহূর্তগুলি বিশেষভাবে কাটান ভালোবাসার প্রিয় মানুষটির সাথে।
ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীকে উপহার দিতে নজর রাখুন খবর অনলাইনে।