Homeখবররাজ্য'আলু কেন ভিন রাজ্যে রপ্তানি করা হচ্ছে?' নজরদারিতে মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব...

‘আলু কেন ভিন রাজ্যে রপ্তানি করা হচ্ছে?’ নজরদারিতে মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব মুখ্যমন্ত্রীর, কয়লা ও বালি চুরি নিয়েও কড়া বার্তা

প্রকাশিত

আলু-পিয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে তৎপর হলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে একটি বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু রপ্তানি নিয়ন্ত্রণে আরও নজরদারির নির্দেশ দেন। একই সঙ্গে বেআইনি খনন ও কয়লাপাচার রোধেও কঠোর নির্দেশ দেন।

বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “বাংলার আলু কেন ভিন রাজ্যে রপ্তানি করা হচ্ছে?” তিনি স্পষ্ট করেন, রাজ্যের চাহিদা পূরণের পরই আলু অন্যত্র পাঠানো যাবে। “কেন আমাকে রপ্তানির বিষয়ে আগে জানানো হয়নি?”— এই প্রশ্ন তুলে তিনি বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্ব মন্ত্রী বেচারাম মান্নার উপর অর্পণ করেন।

বেআইনি কার্যকলাপে কড়া পদক্ষেপ

বৈঠকে বেআইনি খনন, কয়লা ও বালির চুরি রোধে টেন্ডারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যদি কোনও পুলিশ বা রাজনৈতিক কর্মী বেআইনি কার্যকলাপে যুক্ত থাকে, তাদের কঠোর শাস্তি দিতে হবে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, প্রশাসনের মধ্যে যারা দুর্নীতিতে লিপ্ত, তাদের কোনও ছাড় দেওয়া হবে না। এমনকি কেন্দ্রীয় বাহিনীর (CISF) নির্দিষ্ট সদস্যদের বিরুদ্ধেও তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গেও বার্তা

বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে কথা বলেন। মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলা প্রথম শুরু করেছে। এখন তা ‘বাংলা মডেল’ হয়ে গেছে। সরাসরি মুখ্যমন্ত্রীতে (মুখ‍্যমন্ত্রীর নিজস্ব পোর্টাল) ২৪ হাজার আবেদন পেয়েছিলাম। আমরা আগামী ডিসেম্বর মাসে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হল।’ 

এর ফলে কী পরিমাণ খরচ বাড়াবে তাও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “৬২৫ কোটি টাকা আরও বেশি খরচ হবে। অন্যান্য রাজ্যে অনেক নিয়মাবলী আছে। আমার রাজ্যে নেই। একটি বাড়িতে ৪ জন মহিলা থাকলেও পায়। আমাদের ২ কোটি ২১ লক্ষ মহিলা পাবে লক্ষ্মী এর ভান্ডার। দেখান তো কোনো রাজ্যে এত সংখ্যা আছে কিনা।’’

তিনি প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে জোর দেন এবং দায়িত্বপ্রাপ্তদের তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে স্পষ্ট হচ্ছে শীতের অনুভূতি, তবে সামনের সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

আরও পড়ুন

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।