Homeখবররাজ্যএকাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত বাতিল...

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করল শিক্ষা দফতর  

প্রকাশিত

কলকাতা: একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। এবার রাজ্যের দ্বাদশ শ্রেণির পাশাপাশি একাদশ শ্রেণির পড়ুয়াদেরও ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ঠিক ছিল আগামী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দফতর। সিদ্ধান্ত বাতিলের নির্দেশ ইতিমধ্যেই সব ট্রেজারিতে পৌঁছে গিয়েছে।

২০২১-এ করোনার সময় থেকেই পশ্চিমবঙ্গ সরকার এক প্রকল্প চালু করে। নাম দেওয়া হয় ‘তরুণের স্বপ্ন’। এই প্রকল্প অনুসারে সরকারি এবং সরকার স্পনসর্ড সব স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই টাকায় যাতে তারা ট্যাব বা স্মার্টফোন কিনতে পারে তার জন্যই এই ব্যবস্থা। ২০২১ থেকে প্রত্যেক বছরই ওই টাকা দেওয়া হয়েছে।

গত বাজেটে ঘোষণা করা হয়, চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণির পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে ওই টাকা দেওয়া হবে। এ জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দও করেছিল অর্থ দফতর। কিন্তু হঠাৎই ওই সিদ্ধান্ত বদল। কিন্তু কেন এই সিদ্ধান্ত বদল তা সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়নি। শুধু বলা হয়েছে, ‘প্রশাসনিক কারণে’ এই সিদ্ধান্ত। আগামী দিনে ওই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে দেওয়া হবে সে ব্যাপারেও পর্যন্ত কিছু জানানো হয়নি।

এদিকে আসন্ন দুর্গাপুজোয় ক্লাব-পুজো কমিটিগুলি পুজো-অনুদান পাবে কি না সে ব্যাপারেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ২৩ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম যখন অনুদান দেওয়া শুরু হয় তখন টাকার অঙ্ক ছিল ২৫ হাজার। ২০২৩ সালে তা বাড়িয়ে করা হয় ৭০ হাজার টাকা। এ বছর আরও বাড়িয়ে করা হয়েছে ৮৫ হাজার টাকা।

দিনদশেক আগেই পুজো-অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দেয় নবান্ন। ৪৫ হাজারের কিছু বেশি পুজোর জন্য ৩৮৫ কোটি ৩৫ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দও হয়েছে। কিন্তু জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্তত ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। তার পরেও কবে ছাড়া হবে, তা এখনও নিশ্চিত নয়।

আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ-হত্যার ঘটনায় সারা রাজ্য উত্তাল। দোষীদের শাস্তির দাবিতে সর্ব স্তরের সব পেশার মানুষ আজ পথে। প্রতিদিন চলছে মিছিল-জমায়েত-অবস্থান-মানববন্ধন। এই আবহে বেশ কিছু পূজা সংগঠন অনুদান না নেওয়ার কথা জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতেই সরকার ঢিলেমি করছে কি না তা বোঝা যাচ্ছে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার নির্বাচনে সর্বোচ্চ ভোটশেয়ার পেয়েও বড় হার আরজেডি-র! মাত্র ২৫ আসন— কেন হল এমন?

বিহার নির্বাচনে RJD-র ভোটশেয়ার ছিল সর্বোচ্চ ২৩%, তবু মাত্র ২৫ আসনে জয়। কেন সর্বোচ্চ ভোটশেয়ার পেয়েও জিততে পারল না RJD? বিশদ বিশ্লেষণ।

জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ: ৯ জন নিহত, ৩২ জন আহত

খবর অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন...

ভোরে এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন, গুদাম ছাড়িয়ে ছড়াল আবাসনে, ২৩টি ইঞ্জিনে আগুন নেভানোর চেষ্টা

কলকাতার এজ়রা স্ট্রিটে ভোরবেলা গুদামে ভয়াবহ আগুন। ২৩টি ইঞ্জিনে লড়াই দমকলের। আগুন ছড়িয়েছে আশপাশের বাড়িতেও। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

আরও পড়ুন

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”