Homeখবররাজ্য'পশ্চিমবঙ্গ দিবস' পালন ইস্যুতে রাজ্যপালকে চিঠি মুখ্যমন্ত্রীর, কী কারণে বিতর্ক

‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন ইস্যুতে রাজ্যপালকে চিঠি মুখ্যমন্ত্রীর, কী কারণে বিতর্ক

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন রাজ্যপালের। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতেই চিঠি পাঠিয়ে রাজ্যপালকে পশ্চিমবঙ্গ দিবস পালন না করার অনুরোধ জানিয়েছেন মমতা। রাতে নবান্ন থেকে চিঠি পৌঁছোয় রাজভবনে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার রাজভবনে পালিত হচ্ছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক তরজাও শুরু।

ফোনে কথোপকথন, পরে চিঠি

মঙ্গলবার রাজভবনে পশ্চিমবঙ্গ দিবসের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের রাজ্যপাল। সোমবার এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। পরে নবান্ন থেকে একটি চিঠি পাঠানো হয় রাজভবনে।

কী কারণে আপত্তি মমতার

চিঠিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের কথপোকথনের কথাও উল্লেখ করা হয়েছে। মমতা লিখেছেন, ‘‘আপনার সঙ্গে কথপোকথনের সময় আপনি সম্মত হয়েছেন যে একতরফা ভাবে এবং কোনো রকম আলোচনা ছাড়া পশ্চিমবঙ্গ দিবসের ঘোষণা করা ঠিক নয়। আপনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন আপনি করবেন না।’’

চিঠিতে মমতা আরও লেখেন, “পশ্চিমবঙ্গের জন্ম কোনও বিশেষ দিনে হয়নি। আমরা বাংলায় জন্মেছি, বড় হয়েছি। কখনও এখানে কোনো দিন পশ্চিমবঙ্গ দিবসের মতো কোনো অনুষ্ঠান হতে দেখিনি। এই ধরনের অনুষ্ঠান কোনো রাজনৈতিক দল নিজেদের প্রতিহিংসার রাজনীতির জন্য করতেই পারে, কিন্তু এই ধরনে কোনো অনুষ্ঠানের সঙ্গে সরকারের কোনো যোগাযোগ নেই।”

নেপথ্যে গেরুয়া শিবিরের ইন্ধন?

রাজনৈতিক মহলের একাংশের মতে, দেশভাগের যন্ত্রণাকে উস্কে দিতে যে অনুষ্ঠান আয়োজনের নেপথ্যে গেরুয়া শিবিরের ইন্ধন রয়েছে। গেরুয়া শিবিরের দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৪৭ সালের ২০ জুন আনুষ্ঠানিক ভাবে ভারতের অংশ হিসাবে স্বীকৃত হয়েছিল পশ্চিমবঙ্গ। তাঁর দাবি ছিল, ভারতকে ভাগ করলে বাংলাকে ভাগ করে বাংলার হিন্দুপ্রধান এলাকাগুলিকে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি করতে হবে। যা হিন্দুপ্রধান ভারতের অংশ হবে। এর আগে জগদীপ ধনকড় রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করতেন।

সাম্প্রতিকতম

ওজন কমাতে লেমনগ্রাস টি? এই ৪ ধরনের মানুষ খেলে বিপদ!

অনেকেই লেমনগ্রাস টি খেয়ে ডিটক্স করেন বা ওজন কমান। কিন্তু গর্ভবতী মহিলা, ডায়াবেটিস রোগী বা কিডনি অসুস্থতায় ভুগছেন, তাঁদের জন্য এই হার্বাল টি বিপজ্জনকও হতে পারে।

আধার কার্ডে ঠিকানা কীভাবে পরিবর্তন করব?

আধার কার্ডে ঠিকানা আপডেট করার অনলাইন পদ্ধতি জেনে নিন। কী কী ডকুমেন্ট লাগবে এবং কত দিনে আপডেট হবে, সব তথ্য এক জায়গায়।

রেশন কার্ডে নতুন সদস্য কীভাবে যুক্ত করব?

পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ডে নতুন সদস্য যোগ করার অনলাইন পদ্ধতি জানুন। সহজ স্টেপ-বাই-স্টেপ গাইড ও অফিসিয়াল লিংক সহ।

ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি ও আশেপাশের এলাকা  

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমে আবার ভূমিকম্পের অনুভূতি। মঙ্গলবার সকালে ৯টা ২২ মিনিট নাগাদ কম্পন...

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা! বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

অসমে এনআরসি-র নোটিস পাঠানো নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, পশ্চিমবঙ্গে এনআরসি চাপানোর চক্রান্ত করছে বিজেপি।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ, কত দিন বৃষ্টি হবে

নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তাল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের জন্য।

কলকাতায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আর কোথায় কোথায় বর্ষণের সতর্কতা?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।