কর্মসংস্থান তৈরির পথে একাধিক নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শেষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সর্বমোট ১৮টি নতুন পদ তৈরির প্রস্তাবে সিলমোহর পড়ে।
সরকারি সূত্রে খবর, মৎস্য দফতরে ১টি, অর্থ দফতরে ২টি, নারী ও শিশু কল্যাণ দফতরে ১টি এবং স্বরাষ্ট্র দফতরে ২টি নতুন পদ তৈরি হবে। বিদ্যালয় শিক্ষা দফতরে সৃষ্ট হবে ১২টি নতুন পদ। মমতার হাতে থাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরেও একাধিক নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে, যদিও নির্দিষ্ট সংখ্যা এখনও ঘোষণা হয়নি।
শুধু তাই নয়, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতেও বড় সংখ্যক নার্স নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে। এর ফলে স্বাস্থ্য পরিষেবায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনিক মহলের মতে, শূন্যপদ পূরণ ও নতুন পদ সৃষ্টির মাধ্যমে রাজ্য সরকার কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চাইছে। তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন, তাঁর অগ্রাধিকার হবে কর্মসংস্থান বৃদ্ধি। শিল্পোন্নয়ন ত্বরান্বিত করতে ইতিমধ্যেই ‘সিনার্জি’ প্রকল্প শুরু করেছে রাজ্য। সেই ভাবনাতেই নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনীতির অঙ্গনে এই সিদ্ধান্তকে আগামী দিনে যুব সমাজের কাছে গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: খাদ্যদ্রব্যে জিএসটি হারে বড় পরিবর্তন, দাম কমছে রুটি-দুধ-চা–কফির, রেস্তরাঁয় খরচেও সাশ্রয়