কলকাতা: চৈত্রের শেষলগ্নে পুড়ছে বাংলা। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। ৩৮ ডিগ্রি পার করেছে কলকাতার তাপমাত্রা। শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে শুকনো গরম হাওয়া বইবে। আগামী ৩-৪ দিনে আরও বাড়ব পারদ। ছবি: রাজীব বসু
শনি ও রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ছবি: রাজীব বসু
ইতিমধ্যেই পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ছবি: রাজীব বসু
বইতে পারে লু। ফলে হিটস্ট্রোকের আশঙ্কা… রয়েছে। সে কারণে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ছবি: রাজীব বসু
বিশেষত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাগুলির তাপমাত্রা অনেকটাই বেড়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। ছবি: রাজীব বসু
আরও পড়ুন: চাঁদি ফাটা গরম, একগুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্যভবনের