কলকাতা: বিদায় নিয়েছে শীত। বেলা বাড়ার সঙ্গেই গলদঘর্ম অবস্থা। এরই মধ্যে এ বার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
ক’দিন আগে রাজ্যের কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, দখিনা বাতাস ও দক্ষিণ পশ্চিমের বাতাস বইছে রাজ্যের উপর দিয়ে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি ও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের অন্য জেলাগুলি শুকনোই থাকবে।
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় গরম অনুভূত হবে। দিনের বেলায় সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে। এমনকী রাতের তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য কোনো বদল হবে না বলেই অনুমান।
আরও পড়ুন: বকেয়া ডিএ: ধর্মঘটের দিনক্ষণ জানিয়ে মুখ্যসচিবকে চিঠি যৌথ মঞ্চের