কলকাতা: আগামী কয়েকদিন নতুন করে ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। এ বার হয়তো ঝড়ের তাণ্ডব কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয়ও ডেকে আনতে পারে বলে ধারণা আবহাওয়াবিদের।
গত সপ্তাহে বেশ কয়েকদিন ঝড়বৃষ্টির পর সেটা এখন কিছুটা বিরতি নিয়েছে। পুরোপুরি বিরতি নেয়নি, কারণ এখনও প্রায় রোজই দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বিক্ষিপ্ত ভাবে তীব্র ঝড়বৃষ্টি হয়ে চলেছে। রবিবার রাতেও তা হয়েছে। তবে সামগ্রিক ভাবে গোটা দক্ষিণবঙ্গে ভালো ঝড়বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের মাত্রা বাড়বে। ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। তার জেরে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দফায় কলকাতা ও আশপাশের এলাকায় দু’দিন কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম চলছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টি হলে এই গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে। এই ঝড়বৃষ্টির আবহাওয়া গরমকে কিছুটা কমিয়ে রাখতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমাঞ্চলে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, ঝড় কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয় ডেকে আনতে পারে। অল্প সময়ের তীব্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই দফায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি পাবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচটি জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে। হতে পারে কালবৈশাখী, ঝড় ও শিলাবৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।