Homeখবররাজ্যরাজ্য জুড়ে ঝড়বৃষ্টি! কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয়ের আশঙ্কা

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি! কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশিত

কলকাতা: আগামী কয়েকদিন নতুন করে ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। এ বার হয়তো ঝড়ের তাণ্ডব কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয়ও ডেকে আনতে পারে বলে ধারণা আবহাওয়াবিদের।

গত সপ্তাহে বেশ কয়েকদিন ঝড়বৃষ্টির পর সেটা এখন কিছুটা বিরতি নিয়েছে। পুরোপুরি বিরতি নেয়নি, কারণ এখনও প্রায় রোজই দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বিক্ষিপ্ত ভাবে তীব্র ঝড়বৃষ্টি হয়ে চলেছে। রবিবার রাতেও তা হয়েছে। তবে সামগ্রিক ভাবে গোটা দক্ষিণবঙ্গে ভালো ঝড়বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের মাত্রা বাড়বে। ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। তার জেরে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দফায় কলকাতা ও আশপাশের এলাকায় দু’দিন কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম চলছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টি হলে এই গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে। এই ঝড়বৃষ্টির আবহাওয়া গরমকে কিছুটা কমিয়ে রাখতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমাঞ্চলে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, ঝড় কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয় ডেকে আনতে পারে। অল্প সময়ের তীব্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই দফায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি পাবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচটি জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে। হতে পারে কালবৈশাখী, ঝড় ও শিলাবৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

বাংলাদেশে রবীন্দ্র ভবন ভাঙচুরের আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার

সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্নে হামলার আবহে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে চরম কৌতূহল।

দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরে অতি ভারী, দক্ষিণেও তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস

মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার ফলে রাজ্যে ফের সক্রিয় বর্ষা। হুগলি, বাঁকুড়া, মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে