Homeখবররাজ্যরাজ্য জুড়ে ঝড়বৃষ্টি! কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয়ের আশঙ্কা

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি! কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশিত

কলকাতা: আগামী কয়েকদিন নতুন করে ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। এ বার হয়তো ঝড়ের তাণ্ডব কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয়ও ডেকে আনতে পারে বলে ধারণা আবহাওয়াবিদের।

গত সপ্তাহে বেশ কয়েকদিন ঝড়বৃষ্টির পর সেটা এখন কিছুটা বিরতি নিয়েছে। পুরোপুরি বিরতি নেয়নি, কারণ এখনও প্রায় রোজই দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বিক্ষিপ্ত ভাবে তীব্র ঝড়বৃষ্টি হয়ে চলেছে। রবিবার রাতেও তা হয়েছে। তবে সামগ্রিক ভাবে গোটা দক্ষিণবঙ্গে ভালো ঝড়বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের মাত্রা বাড়বে। ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। তার জেরে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দফায় কলকাতা ও আশপাশের এলাকায় দু’দিন কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম চলছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টি হলে এই গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে। এই ঝড়বৃষ্টির আবহাওয়া গরমকে কিছুটা কমিয়ে রাখতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমাঞ্চলে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, ঝড় কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয় ডেকে আনতে পারে। অল্প সময়ের তীব্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই দফায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি পাবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচটি জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে। হতে পারে কালবৈশাখী, ঝড় ও শিলাবৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে বাড়ছে ছাড়ও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান বাড়ানোর ঘোষণা করেছেন। চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে, যা ২০২৫ সালে এক লক্ষ টাকায় পৌঁছাবে। বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশের কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে না, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়  

খবর অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে কোনো অসহায় মানুষ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?