Homeখবররাজ্যকলকাতায় নিম্নমুখী তাপমাত্রার পারদ! কনকনে ঠান্ডা ফিরছে?

কলকাতায় নিম্নমুখী তাপমাত্রার পারদ! কনকনে ঠান্ডা ফিরছে?

প্রকাশিত

কলকাতা: হাড়হিম শৈত্যপ্রবাহে গোটা উত্তর ভারত জবুথবু হলেও মকর সংক্রান্তিতে কার্যত শীত উধাও পশ্চিমবঙ্গে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস! তবে কি বৃষ্টির পর কমবে তাপমাত্রা?

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বলে রাখা ভালো, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

জানুয়ারির প্রথম কয়েক দিন হাড় কাঁপানো ঠান্ডায় কাবু হয়েছিল বাংলার উত্তর থেকে দক্ষিণ। তার পর গত কয়েক দিনে ঠান্ডা যেন উবে গিয়েছিল কর্পূরের মতো। তবে পারদ ফের নিম্নমুখী। এখন বৃষ্টির হাত ধরেই শীতের দ্বিতীয় ইনিংস ফের শুরুর জল্পনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। সেই কারণেই এই অকাল বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। রাতের তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা আছে।

মকর সংক্রান্তির আগের কয়েক দিন কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। সাময়িক ভাবে উধাও হয়েছিল শীত। সেই পরিস্থিতির ভোলবদল হতে চলেছে। অন্য দিকে, উত্তরবঙ্গে আপাতত আকাশ কুয়াশায় ছেড়ে থাকবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

RBI-র নতুন নিয়মে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া, PhonePe–Paytm-এ পরিষেবা বন্ধ

RBI-র নতুন নিয়মে PhonePe, Paytm, Cred-এর মতো ফিনটেক অ্যাপে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার সুবিধা। এখন থেকে ব্যাঙ্ক ট্রান্সফার বা চেকেই ভাড়া মেটাতে হবে।

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

আরও পড়ুন

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।