কলকাতা: ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার ২০ ডিগ্রির সেলসিয়াসের উপর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই গরমে নাজেহাল অবস্থা। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে আলিপুর হাওয়া অফিসের অনুমান। অন্য দিকে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দু’-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের লক্ষ্য করা যাবে না। ১৫ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজ কার্যত শেষ হবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দু’-এক জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে বুধবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হলেও কমেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৮ থেকে ৯৫ শতাংশ।
হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুকনো।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কার্যত পাততাড়ি গুটিয়েছে শীত। অনেকেই সোয়েটার বা গরম জামাকে বিদায় জানিয়েছেন। আবহাওয়ার মতিগতি বলছে, এই মরশুমের জন্য শীতের দেখা আর মিলবে না! ক’দিনের মধ্যেই ঠান্ডা ঠান্ডা ভাবের অনুভূতি পুরোপুরি উধাও হয়ে যাবে। হাওয়া অফিসের মতে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। তার পরই পাকাপাকি ভাবে শীতের বিদায়!