Homeখবররাজ্যকলকাতায় ২০ ডিগ্রির উপরে পারদ, উত্তরে বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় ২০ ডিগ্রির উপরে পারদ, উত্তরে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত

কলকাতা: ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার ২০ ডিগ্রির সেলসিয়াসের উপর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই গরমে নাজেহাল অবস্থা। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে আলিপুর হাওয়া অফিসের অনুমান। অন্য দিকে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দু’-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের লক্ষ্য করা যাবে না। ১৫ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজ কার্যত শেষ হবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দু’-এক জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে বুধবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হলেও কমেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৮ থেকে ৯৫ শতাংশ।

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুকনো।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কার্যত পাততাড়ি গুটিয়েছে শীত। অনেকেই সোয়েটার বা গরম জামাকে বিদায় জানিয়েছেন। আবহাওয়ার মতিগতি বলছে, এই মরশুমের জন্য শীতের দেখা আর মিলবে না! ক’দিনের মধ্যেই ঠান্ডা ঠান্ডা ভাবের অনুভূতি পুরোপুরি উধাও হয়ে যাবে। হাওয়া অফিসের মতে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। তার পরই পাকাপাকি ভাবে শীতের বিদায়!

সাম্প্রতিকতম

প্রথম দফায়  গডকড়ী, রিজিজু সহ মোদী সরকারের ৮ মন্ত্রী, বিজেপির ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী লড়ছেন ভোটে

লোকসভার পাশাপাশি   অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনেও ভোট হবে শুক্রবার।

লোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ ১০২টি কেন্দ্রে ভোট

খবর অনলাইন ডেস্ক: আজ শুক্রবার শুরু হচ্ছে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন। দেশ জুড়ে প্রায়...

আগামী কয়েক দিন গরম আরও বাড়তে পারে, কিন্তু গরম পড়াও দরকার

শ্রয়ণ সেন যতই হাহাকার করুন না কেন, গরমকালে গরমই পড়া দরকার। এ বছর মার্চ মাস...

ভারত ও দুবাইয়ের মধ্যে ৩০টিরও বেশি উড়ান বাতিল, ভারী বৃষ্টি ও বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরশাহিতে

ভারী বৃষ্টি ও বন্যা সংযুক্ত আরব আমিরশাহিতে। যে কারণে, মঙ্গলবার এবং বুধবার ভারত ও...

আরও পড়ুন

আগামী কয়েক দিন গরম আরও বাড়তে পারে, কিন্তু গরম পড়াও দরকার

শ্রয়ণ সেন যতই হাহাকার করুন না কেন, গরমকালে গরমই পড়া দরকার। এ বছর মার্চ মাস...

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঘোষণা

কলকাতা: অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিজেপি প্রার্থীর নাম...

রাজ্যের আবেদন খারিজ, হাওড়ায় রাম নবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের

কলকাতা: হাওড়ায় রাম নবমীর মিছিলের রুট পরিবর্তনের ব্যাপারে রাজ্যের আবেদন খারিল করল কলকাতা হাইকোর্ট।...