Homeখবররাজ্যবৃহস্পতিবার থেকে বদলে যাবে আবহাওয়া! কী বলছে পূর্বাভাস

বৃহস্পতিবার থেকে বদলে যাবে আবহাওয়া! কী বলছে পূর্বাভাস

প্রকাশিত

কলকাতা: ২০২২-এর শেষ দিনে (শনিবার) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩-এর প্রথম দিন (রবিবার) সেটাই বেড়ে হয়েছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে খানিকটা কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আরও পরিবর্তন হবে তাপমাত্রার।

এ দিন সকালে আকাশ ছিল কুয়াশার চাদরে ঢাকা। বেলা গড়ানোর সঙ্গেই ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। যদিও অন্য দিনের, তুলনায় সূর্যের তেজ এ দিন যথেষ্ট হালকা। কিছুটা মেঘলা ভাব বজায় থাকলেও বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের মতে, আগামী ৩ দিন একই রকম থাকবে কলকাতা সহ রাজ্যের আবহাওয়া।

তবে বৃহস্পতিবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। বেশ খানিকটা পারদ পতনের জোরালো সম্ভাবনা। একই সঙ্গে মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। এ ভাবেই শনিবার ও রবিবারের মধ্যে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা। জেলার তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি নীচে থাকবে।

উল্লেখ্য, কলকাতা এবং সংলগ্ন এলাকায় শীতের লুকোচুরি চললেও আসানসোল, পানাগড়ে মতো জায়গায় বছরের শুরু থেকেই জমিয়ে ব্যাটিং করছে শীত। পশ্চিম বর্ধমান জেলাজুড়ে মানুষ উপভোগ করছেন এই আবহাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী আরও কয়েকদিন এমন‌ই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বজায় থাকবে পশ্চিম বর্ধমানের বেশিরভাগ জায়গায়।

ও দিকে, উত্তর ভারতের একাধিক জায়গায় ক্রমেই শৈত্যপ্রবাহের জোর বাড়ছে। হরিয়ানা, বিহার, দিল্লি, হরিয়ানার ন্যূনতম তাপমাত্রা ৬ ডিগ্রির আশপাশে ঘুরছে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর প্রদেশে নূন্যতম তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন আবহাওয়ার এমনই পরিস্থিতি থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

নজরে নিরাপত্তা, ব্যক্তিগত ও বেসরকারি সিসি ক্যামেরার ফুটেজ কাজে লাগাবে বিধাননগর পুলিস

বিধাননগর কমিশনারেটের এলাকায় পুলিস অপরাধ তদন্তে এবার ব্যক্তিগত ও বেসরকারি সিসি ক্যামেরার ফুটেজ কাজে লাগাতে চাইছে। প্রতিটি থানায় সিসি ক্যামেরার তালিকা প্রস্তুত করা হচ্ছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?