Homeখবররাজ্যবৃহস্পতিবার থেকে বদলে যাবে আবহাওয়া! কী বলছে পূর্বাভাস

বৃহস্পতিবার থেকে বদলে যাবে আবহাওয়া! কী বলছে পূর্বাভাস

প্রকাশিত

কলকাতা: ২০২২-এর শেষ দিনে (শনিবার) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩-এর প্রথম দিন (রবিবার) সেটাই বেড়ে হয়েছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে খানিকটা কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আরও পরিবর্তন হবে তাপমাত্রার।

এ দিন সকালে আকাশ ছিল কুয়াশার চাদরে ঢাকা। বেলা গড়ানোর সঙ্গেই ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। যদিও অন্য দিনের, তুলনায় সূর্যের তেজ এ দিন যথেষ্ট হালকা। কিছুটা মেঘলা ভাব বজায় থাকলেও বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের মতে, আগামী ৩ দিন একই রকম থাকবে কলকাতা সহ রাজ্যের আবহাওয়া।

তবে বৃহস্পতিবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। বেশ খানিকটা পারদ পতনের জোরালো সম্ভাবনা। একই সঙ্গে মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। এ ভাবেই শনিবার ও রবিবারের মধ্যে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা। জেলার তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি নীচে থাকবে।

উল্লেখ্য, কলকাতা এবং সংলগ্ন এলাকায় শীতের লুকোচুরি চললেও আসানসোল, পানাগড়ে মতো জায়গায় বছরের শুরু থেকেই জমিয়ে ব্যাটিং করছে শীত। পশ্চিম বর্ধমান জেলাজুড়ে মানুষ উপভোগ করছেন এই আবহাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী আরও কয়েকদিন এমন‌ই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বজায় থাকবে পশ্চিম বর্ধমানের বেশিরভাগ জায়গায়।

ও দিকে, উত্তর ভারতের একাধিক জায়গায় ক্রমেই শৈত্যপ্রবাহের জোর বাড়ছে। হরিয়ানা, বিহার, দিল্লি, হরিয়ানার ন্যূনতম তাপমাত্রা ৬ ডিগ্রির আশপাশে ঘুরছে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর প্রদেশে নূন্যতম তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন আবহাওয়ার এমনই পরিস্থিতি থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে বাড়ছে ছাড়ও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান বাড়ানোর ঘোষণা করেছেন। চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে, যা ২০২৫ সালে এক লক্ষ টাকায় পৌঁছাবে। বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশের কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে না, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়  

খবর অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে কোনো অসহায় মানুষ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?