Homeখবররাজ্যআংশিক মেঘলা আকাশ, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

আংশিক মেঘলা আকাশ, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত

কলকাতা: সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা। ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। কয়েক মুহূর্তের জন্য অতিসামান্য বৃষ্টিও হয়েছে শহরের কোথাও কোথাও। তবে ভারী অথবা একনাগাড়ে বৃষ্টি হয়নি দুপুর পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সাময়িক ভাবে রাজ্য জুড়েই এ দিন থেকে দু’-তিন দিনের জন্য বৃষ্টি কমবে।

তবে আগামী শুক্রবার অর্থাৎ ২৯ তারিখ থেকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এর প্রভাবে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়াতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা থাকছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। তবে, এ দিন উত্তরবঙ্গেও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমতে পারে। এমনই পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

এর আগে গত সপ্তাহে বেশ খানিকটা বৃষ্টিপাত হয়েছে। আজ থেক বৃষ্টি অনেকটা কমছে। বৃষ্টি কমলে ক্রমশ বাড়বে তাপমাত্রা। ফলে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আরও পড়ুন: সরকারি চাকরি পেলেন ৫১ হাজার কর্মপ্রার্থী, নিয়োগপত্র বিতরণ প্রধানমন্ত্রী মোদীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।