কলকাতা: রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি আরও কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ জুলাই নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তরপশ্চিম এবং সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশে সোমবার অথবা সোমবারের পরে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তবে বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘূর্ণাবর্ত, সম্ভাব্য নিম্নচাপ বা মৌসুমী অক্ষরেখা, কোনোটাই আমাদের রাজ্যে বর্ষার জন্য খুব একটা অনুকূল নয়।”
আবহাওয়া দফতরের মতে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।
ও দিকে, বর্ষায় বিধ্বস্ত উত্তর এবং পশ্চিম ভারত। গুজরাতেও একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। শনিবার ৮ ঘণ্টায় গুজরাতে বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটারের বেশি। দেখা দিয়েছে হড়পা বানও। বর্ষার জলে ডুবে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তরকাশীতে ভারী বৃষ্টিপাতের জেরে ধসে আটকে বহু মানুষ। ভেঙে বাড়ি-ঘর, বন্ধ রাস্তা। নেই বিদ্যুৎ পরিষেবা। মহারাষ্ট্রেও চলছে নাগাড়ে বৃষ্টি, সঙ্গে ভূমিধস। মৃত্যু হয়েছে বহু মানুষের।
আরও পড়ুন: তৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ