ভারত: ৪৩৮ (বিরাট ১২১, রোহিত ৮০, জাডেজা ৬১, যশস্বী ৫৭, অশ্বিন ৫৬, কেমার ৩/১০৪, জোমেল ৩/৮৯, হোল্ডার ২/৫৭)
ওয়েস্ট ইন্ডিজ: ২২৯/৫ (ব্রেথওয়েট ৭৫, অলিক ৩৭, চন্দ্রপল ৩৩, ম্যাকেঞ্জি ৩২, জাডেজা ২/৩৭)
তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান পাঁচ উইকেটে ২২৯। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৩৮ রান। ফলে ভারতের প্রথম ইনিংসের রানের থেকে এখনও ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টি এবং খারাপ আলোর কারণে তৃতীয় দিন মাত্র ৬৭ ওভার খেলা হয়েছে। এ দিন ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। চার উইকেট নেন ভারতীয় বোলারেরা। এলিক অথানাজ ৩৭ এবং জেসন হোল্ডার ১১ রানে ব্যাট করছেন।
এই ম্যাচে ক্রেগ ব্রেথওয়েট ১৭০ বলে কেরিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি করে ফেললেন। ব্রেথওয়েট যেভাবে ব্যাটিং করছিলেন, তা দেখে অনেকেই আশা করেছিলেন যে তিনি হয়ত শতরানের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। কিন্তু, শেষপর্যন্ত সেই স্বপ্ন আর সফল হয়নি। ব্যক্তিগত ৭৫ রানে আউট হন তিনি।
এ দিকে, ভারতীয় দলকে দিনের প্রথম উইকেট এনে দেন বাংলার মুকেশ কুমার। ক্রিক ম্যাকেঞ্জিকে তুলে নেন। অভিষেক টেস্টে নিজের প্রথম উইকেট নিলেন তিনি। অশ্বিনের বলে ক্লিন বোল্ড হলেন ব্রেথওয়েট। চা বিরতির পর রবীন্দ্র জাডেজার বলে অজিঙ্কে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জার্মেন ব্ল্যাকউড। এর পর জোসুয়া দা সিলভাকে ক্লিন বোল্ড করলেন মহম্মদ সিরাজ।
মাঝে বৃষ্টিতে কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা শুরু হওয়ার পরে বাকি সময়ে আর উইকেট নিতে পারেননি ভারতীয় বোলারেরা। আলো কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধ করে দেন আম্পায়ারেরা।
আরও পড়ুন: কোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে