Homeখবররাজ্যপঞ্চায়েতে প্রাণহানি, অধিকাংশ তৃণমূল কংগ্রেসের সমর্থক

পঞ্চায়েতে প্রাণহানি, অধিকাংশ তৃণমূল কংগ্রেসের সমর্থক

প্রকাশিত

পঞ্চায়েত ভোটের দিন প্রাণহানি ঘটেই চলেছে রাজ্যে। জেলার বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা। যার মধ্যে অধিকাংশ তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে জানা যাচ্ছে ৷

সবচেয়ে অশান্ত হয়েছে মুর্শিদাবাদ। এখনও পর্যন্ত মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে তিনজনের। মালদহে মৃত্যু হয়েছে ১ জনের। ভোটের দিন কোচবিহারে নিহত হয়েছে দু’জন ও উত্তর ২৪ পরগনায় নিযহত হয়েছেন এক জন এ ছাড়া পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ১ জনের। এর পরেই মৃত্যুর খবর আসে নদিয়ার চাপড়া থেকে। চাপড়ায় মৃত্যু হয় একজনের। দুপুর নাগাদ সর্বশেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। নিহত আনিসুর ওস্তাগার (৫০)। বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকার ঘটনা।

পূর্ব বর্ধমানের কাটোয়া কাটোয়া দু’নম্বর ব্লকের নন্দীগ্রামে তৃণমূল এজেন্টে গৌতম রায় নিহত। অভিযোগ, সিপিএম নেতা হরিনারায়ণ সামন্ত গৌতম রায়কে ধাক্কা মারেন এবং লাঠি-বাঁশ নিয়ে চড়াও হন তাঁর উপর। ঘটনাস্থলে জ্ঞান হারান গৌতম। সঙ্গে সঙ্গে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

নদিয়ার চাপড়ার কল্যাণদহে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বাম এবং কংগ্রেসের বিরুদ্ধে। আমজাদ হোসেন নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে।

কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারিতে বিজেপি-র পোলিং এজেন্ট মহাদেব বিশ্বাসকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।

বারাসত ব্লক ১ কদম্বগাছি পঞ্চায়েতের পীরগাছা এলাকায় ৪১ এবং ৪২ নম্বর বুথে নির্দল প্রার্থী তাসলিমা বিবির সমর্থক আব্দুল্লাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে খুন করার অভিযোগ।

শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণে আহত হন ৩২ বছরের রাজিবুল হক। তাঁকে এনআরএস-এ ভর্তি করা হয়েছিল। সকালেই তাঁর মৃত্যু হয়।

উল্লেখযোগ্য ভাবে, মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “আজকে এখনও পর্যন্ত যা ভোট চলছে, সব মিলিয়ে শুধু ৪৬টা বুথ থেকে ছোটো-বড়ো কিছু খবর আসছে। তাদের মধ্যে কিছু মৃত্যু রয়েছে। অনভিপ্রেত। আমাদের কর্মীরাদের মৃত্যু হয়েছে। আমাদের কর্মীদের টার্গেট করে মারছে বিজেপি।”

*সংকলিত তথ্য

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।