কলকাতা: মঙ্গলবার শুরু পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা। গ্রাম পঞ্চায়েতের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তবে তৃণমূল অনেকটা এগিয়ে আছে।
এ বারের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট ৭৩ হাজার ৮৮৭টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের অধিকাংশ আসনেও জয়ী অথবা এগিয়ে তৃণমূল কংগ্রেস। অনেক পিছিয়ে থাকলেও বিজেপি-র সঙ্গে জোর টক্কর দিচ্ছে বাম-কংগ্রেসও।
গ্রাম পঞ্চায়েত
বুধবার রাত ৮টা নাগাদ সর্বশেষ ফলাফল অনুযায়ী, ৪৩,৩৫০টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী/এগিয়ে তৃণমূল। বিজেপি ৯,৮৫৪, বামফ্রন্ট ৩,১৫৫, কংগ্রেস ২,৬০০ এবং অন্যান্য ২,৯৩৩টি আসনে জয়ী/এগিয়ে।
পঞ্চায়েত সমিতি
৭,২৬২টি পঞ্চায়েত সমিতির আসনে জয়ী/এগিয়ে তৃণমূল। বিজেপি ১,০১৮, বামফ্রন্ট ১৯৯, কংগ্রেস ২৬৮ এবং অন্যান্য ৩০৮টি আসনে জয়ী/এগিয়ে।
জেলা পরিষদ
৮২৩টি জেলা পরিষদ আসনে জয়ী/এগিয়ে তৃণমূল। বিজেপি ২৬, বামফ্রন্ট ২, কংগ্রেস ১১ এবং অন্যান্য ১টি আসনে জয়ী/এগিয়ে।
আপডেট আসছে…দেখুন এখানে: খবর অনলাইন