কলকাতা: লোকসভা ভোটের জন্য এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটি। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
এর আগে ৯ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু লোকসভা ভোটের জন্য এ বার সেই গরমের ছুটি কিছুটা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে। এ বার ২২ দিন গরমে ছুটি থাকবে স্কুলগুলিতে। একে তো গরমের তীব্রতা শুরু হয়ে গিয়েছে। তার উপর ভোটের বিষয়টিও রয়েছে সর্বাগ্রে।
সব মিলিয়ে গরমের ছুটি এগিয়ে আনা হল। সরকারি ছুটি ও রবিবার ছাড়া এই ২২ দিন ছুটি থাকবে স্কুলগুলিতে। এ রাজ্যে সাত দফায় লোকসভা ভোট হবে। সেই সূচিকে সামনে রেখেই মধ্যশিক্ষা পর্ষদ তাদের ছুটির তালিকা তৈরি করেছে।
১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে লোকসভা ভোটের প্রথম দফা। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ। দ্বিতীয় দফায় ভোট হবে ২৬ এপ্রিল। দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল দার্জিলি, কালিম্পং, দুই দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে।
পর্ষদ সূত্রে খবর, নির্বাচনের সময় বহু স্কুলে বুথ তৈরি করে চলে ভোটগ্রহণ। এছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করে আধা সেনা। এ বারও ভোটের জন্য ব্যবহার করা হবে স্কুলগুলি। সেই কারণে ভোটের সময় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।