কলকাতা: আবারও ফিরল শীতের আমেজ। শুক্রবার ভোরসকাল থেকেই জাঁকিয়ে শীত। একধাক্কায় ২ থেকে ৫ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। তবে, পারদ নামলেও স্থায়ী হওয়ার লক্ষণ নেই, সপ্তাহ ঘুরলেই আবহাওয়ার ভোলবদল হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার যা ছিল ১৬.৭ ডিগ্রি। সারা দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি এবং জেলায় ১০ ডিগ্রির কাছাকাছি নেমেছে পারদ।
তবে এমন আবহাওয়া বেশি দিন থাকবে না বলেও জানা যাচ্ছে। দু-তিন দিন হালকা শীতের আমেজ থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত। রবিবারের পর থেকে ফের আবহাওয়া পরিবর্তন হবে। বুধবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই মত আবহবিদদের।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন বাংলায়। ভ্যালেন্টাইন্স ডে-র দিন বাড়তে পারে উষ্ণতা। ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।
এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়তে পারে বাংলায়। উত্তরবঙ্গে তিন-চার জেলায় ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। দার্জিলিঙে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ থেকে ডিএ বৃদ্ধি, রাজ্য বাজেটে একের পর এক চমক